North 24 Parganas News: দেগঙ্গায় ভোটার তালিকায় 'বাংলাদেশি', নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে নাম তোলার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে !
Bangladeshi In Bengal Voter List Denga TMC Leader Accused: ভোটার তালিকায় 'বাংলাদেশি', অভিযুক্ত তৃণমূল নেতা , চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়

সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী ও শান্তনু নস্কর, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় ভোটার তালিকায় 'বাংলাদেশি', অভিযুক্ত তৃণমূল নেতা । তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাংলাদেশি মহিলার নাম তোলার অভিযোগ। নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহাদত আলির।
দেগঙ্গা ১ পঞ্চায়েতের ১৩১ বুথের ভোটার তালিকায় নাম শামসুর নাহারের। ভোটার তালিকায় শামসুর নাহারের বাবার নাম লিয়াকত বিশ্বাস। ১৩১ বুথের পঞ্চায়েত সদস্য শাহাদত আলির কাকা লিয়াকত। শামসুর নাহার তাঁর মেয়ে নন, দাবি লিয়াকত বিশ্বাসের। লিয়াকত বিশ্বাসই তাঁর বাবা, তাঁর নথি দিয়েই ভোটার, পাল্টা দাবি শামসুর নাহারের। লিয়াকতকে বাবা সাজিয়ে আধার, জন্মের শংসাপত্র তৈরিরও অভিযোগ। ভাইপো শাহাদতের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি লিয়াকত বিশ্বাসের। অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখে ব্যবস্থা, আশ্বাস দেগঙ্গার বিডিওর।
রেশন কার্ডের নাম তোলার অজুহাতে জালিয়াতি। এক ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দিয়ে নাম তুলে দেওয়া হয়েছে এক বাংলাদেশি মহিলার। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার দেগঙ্গায়। ভোটার তালিকায় বাবা হিসেবে যার নাম রয়েছে, তিনি বলছেন সংশ্লিষ্ট ভোটার আমার মেয়ে নয়! আবার যিনি ভোটার তার দাবি উনিই আমার বাবা। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভোটার লিস্টে বাবা ও মেয়ে হিসেবে তাদের নাম জ্বলজ্বল করছে !বাবার নাম লিয়াকত বিশ্বাস। এবং ভোটার হিসেবে নাম রয়েছে তাঁর মেয়ে - শামসুর নাহারের। কিন্তু লিয়াকত বলছেন, শামসুর তাঁর মেয়ে নন! অথচ সামশুরের দাবি, লিয়াকতই তাঁর বাবা!পরিচয় ঘিরে এমনই চাপানউতোর তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার দেগঙ্গায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, তখন তাতে নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনা।
বিজেপির অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে ঢুকে পড়া ওই মহিলাকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিয়ার ১৩১ নম্বর বুথের ভোটার তালিকায় নাম রয়েছে শামসুর নাহারের। এই বুথেরই পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা শাহাদত আলি। তাঁরই কাকা লিয়াকত বিশ্বাসের দাবি, ভাইপো শাহাদত আলি রেশন কার্ড বানানোর নাম করে তাঁর থেকে সই করিয়ে এই মহিলার নাম ভোটার লিস্টে তুলে দিয়েছেন। এই অবস্থায় ভাইপোর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দেগঙ্গার বিডিও জানিয়েছেন, অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সত্যি হলে, সংশ্লিষ্ট মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রাধানগর থেকে বাংলাদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের দাবি, ধৃতের বাড়ি বাংলাদেশের খুলনায়। মালদার বৈষ্ণবনগরে জুয়েল রানা নামে বাংলাদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে।






















