North 24 Parganas News: সোদপুরে আবাসনে চুরির অভিযোগ, তদন্তে খড়দা থানার পুলিশ
North 24 Parganas News Update: দরজার তালা ভাঙা। ভাঙা হয়েছে আলমারিও। লণ্ডভণ্ড জিনিসপত্র। আবাসনের বাসিন্দার অভিযোগ, তাঁর ফ্ল্যাট থেকে প্রায় ১৫ ভরি সোনার গয়না সহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে।
সমীরণ পাল, সোদপুর: সোদপুরে (Sodepur) একটি আবাসনে ১৫ ভরি সোনা সহ ৩০ হাজার নগদ টাকা চুরির অভিযোগ উঠল। ঘটনা সোদপুরের নীলগঞ্জের (Nilganj) একটি আবাসনে। জানা গিয়েছে, ঘটনার সময় আবাসনের ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। সেই সুযোগেই চুরি বলে অনুমান পুলিশের।
দরজার তালা ভাঙা। ভাঙা হয়েছে আলমারিও। লণ্ডভণ্ড জিনিসপত্র। আবাসনের বাসিন্দা কুন্তল মুখোপাধ্যায়ের অভিযোগ, তাঁর ফ্ল্যাট থেকে প্রায় ১৫ ভরি সোনার গয়না সহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। সোদপুরে কৈলাস অ্যাপার্টমেন্টের বাসিন্দা কুন্তল মুখোপাধ্যায় বলেন, "সোমবার অফিস থেকে ফিরে দেখি ঘর লন্ডভন্ড। সোনা গয়না চুরি হয়েছে। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা এই আবাসনের ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন।'' অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ।
এদিকে উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) আমডাঙায় (Amdanga) পর পর দুটি সোনার (Gold Shop) দোকানে লক্ষাধিক টাকার চুরির অভিযোগ। আমডাঙার জিরাটে দুটি সোনার দোকানে চুরির অভিযোগ উঠল। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনার প্রতিবাদে হাবড়া-নৈহাটি রোডে (Habra-Naihati Road) অবরোধ করলেন ব্যবসায়ীরা। আমডাঙার জিরাট বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর। দুষ্কৃতীরা এসে দোকানের শাটার ভেঙে লুঠপাট চালায়। এমনকি দোকানের সিসিটিভিও ভেঙে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, কম্পিউটারের (Computer) হার্ডডিস্কও (Hard Disk) খুলে নেওয়া হয়েছে। আমডাঙার জিরাট বাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ নন্দী বলেন, “আমরা বনধ করে চলে যাওয়ার পর এসব হয়েছে। গ্রেফতারির দাবিতে বিক্ষোভ।‘’ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে খবর, পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Birbhum: বীরভূমের লোকপুরে বেআইনি কয়লা মজুত রাখার অভিযোগে গ্রেফতার আরেও ২ জন