North 24 Parganas News: জ্বালানির রেকর্ড দামের জেরে কমছে বাস! সমস্যা সমাধানের আশ্বাস পরিবহণ মন্ত্রীর
North 24 Parganas News: পেট্রোলের রেকর্ড দাম। ঐতিহাসিক রেকর্ড ছুঁয়ে ফেলেছে ডিজেলও। জ্বালানির আগুন দামের ছ্যাঁকা লেগেছে গণপরিবহণ ব্যবস্থায়। রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম। অভিযোগ, কমছে সরকারি বাসও।
ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল, বারাসাত: পেট্রোল-ডিজেলের আগুন দামে রাস্তায় কমছে বাসের সংখ্যা। বেসরকারি বাসের পাশাপাশি কমছে সরকারি বাসের সংখ্যা কমছে উত্তর ২৪ পরগনায়। রাস্তায় নেমে দুর্ভোগ পোহাচ্ছেন নিত্যযাত্রীরা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী।
রাস্তায় কমছে বাসের সংখ্যা: পেট্রোলের রেকর্ড দাম। ঐতিহাসিক রেকর্ড ছুঁয়ে ফেলেছে ডিজেলও। জ্বালানির আগুন দামের ছ্যাঁকা লেগেছে গণপরিবহণ ব্যবস্থায়। রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম। অভিযোগ, কমছে সরকারি বাসও। ভোগান্তির ছবি দেখা গেল হাবরা ও বারাসাতের সরকারি বাস ডিপোতে। দুই জায়গাতেই ডিপোতে সারি দিয়ে দাঁড়িয়ে বাস। অভিযোগ, জ্বালানির অভাবে রাস্তায় বের হচ্ছে না বহু বাস।
বাস কমার জেরে নাকাল নিত্যযাত্রীরা: রাস্তায় নিত্যযাত্রীদের কথায়, “বাস পাচ্ছি না। রাস্তা বেরিয়ে সমস্যা পড়ছি। কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকব। কীভাবে সমস্যা মিটবে?’’ জ্বালানির ভয়ঙ্কর দাম বৃদ্ধির ফলে রাস্তায় যে বাসের সংখ্যা কমেছে, তা স্বীকার করে নিচ্ছেন বাসকর্মীরাও। একে এই প্রচণ্ড গরম। হাঁসফাঁস করা অবস্থা সাধারণ মানুষের। তার মধ্যে আবার রাস্তায় বেরিয়ে মিলছে না বাস। রাজ্য সরকার না মোদি সরকার, এই ভয়ঙ্কর জ্বালানির দামের সমস্যা মেটাবে কে? সাধারণ মানুষকে আর কত ভোগান্তি পোহাতে হবে? বাস পরিষেবা স্বাভাবিক হবে কবে? এবিষয়ে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমি বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে, দ্রুত পরিস্থিতি ঠিক হবে।’’ সাধারণ মানুষ গণ পরিবহণের ওপর নির্ভরশীল। কিন্তু, এভাবে বাসের সংখ্যা কমলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?
এদিকে পিপিপি মডেলে (PPP Model) ৬টি রুটে নতুন ১৫টি ব্যাটারি চালিত বাস (E-Bus) নামাচ্ছে পরিবহণ দফতর (Transport Department)। বেসরকারি সংস্থার হাতে দেওয়া হবে বাস চালানোর দায়িত্ব। তবে সরকার নির্ধারিত ভাড়ায় চালাতে হবে বাস। বাসের চালক ও পরিকাঠামোর দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার হাতে। কন্ডাক্টর দেবে পরিবহণ নিগম।
আরও পড়ুন: Weather Update: আপাতত জারি তাপপ্রবাহ, সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ