North 24 Parganas News: কারখানা পরিষ্কার করতে গিয়ে বিপত্তি, বিষাক্ত গ্য়াসে মর্মান্তিক পরিণতি দুই শ্রমিকের
Worker Death: কারখানায় কাজ করতে গিয়ে বিপত্তি। বিষাক্ত গ্য়াসে মৃত্য়ু হল ২ শ্রমিকের। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার অন্তর্গত শালপাতাবাগানের ঘটনায় এমনই দাবি পুলিশ সূত্রে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) শালপাতাবাগানের কারখানায় মর্মান্তিক মৃত্য়ু। বিষাক্ত গ্য়াসে মৃত্য়ু হল ২ শ্রমিকের, খবর পুলিশ সূত্রে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।
বিষাক্ত গ্য়াসে মর্মান্তিক পরিণতি: কারখানায় কাজ করতে গিয়ে বিপত্তি। বিষাক্ত গ্য়াসে মৃত্য়ু হল ২ শ্রমিকের। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার অন্তর্গত শালপাতাবাগানের ঘটনায় এমনই দাবি পুলিশ সূত্রে। সূত্রে খবর, শুক্রবার কারখানায় পরিষ্কারের সময়, বিষাক্ত গ্য়াস বেরিয়ে আসে। এরপর ৩ শ্রমিককে উদ্ধার করেন স্থানীয়রা। অসুস্থ অবস্থায় বছর ৫৫-র সুরজিৎ মাইতি এবং ৬০ বছর বয়সি রবীন হাইতকে সাগর দত্ত মেডিক্য়ালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গোবিন্দ নন্দী নামে এক শ্রমিক। এই ঘটনার পর থেকে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দা মহম্মদ ইরফান বলেন, "আমি কারখানায় গিয়ে ওদেরকে উদ্ধার করে আনি।'' পুলিশ সূত্রে খবর, মৃত সুরজিৎ মাইতি পানিহাটির বাসিন্দা। সেখানকার কাউন্সিলরের দাবি, ঘটনার তদন্তের দাবিতে থানায় অভিযোগ জানিয়েছে তাঁর পরিবার। পানিহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে বলেন, "বাড়ির লোক অভিযোগ জানিয়েছে। তদন্ত হবে।'' ঘটনায় কারখানার অন্য়তম মালিক অলোক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে বারাসাতের কদম্বগাছিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের গ্রাসে একের পর এক কারখানা, গোডাউন। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধে সাতটা নাগাদ প্রথম আগুন লাগে একটি ডায়পার কারখানায়। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। জনবহুল এলাকায় আগুন লাগার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু রাস্তা সরু হওয়ায় ঢুকতে পারেনি দমকল। পরে কারখানার গেট ভেঙে ঢোকানো হয় দমকলের গাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসায় ভয়াবহ আকার ধারণ করে আগুন। কয়েক বিঘা জায়গা জুড়ে রং, ব্য়াটারি তৈরির বেশ কয়েকটি কারখানা রয়েছে। দমকল সূত্রে খবর, সব কারখানাতেই দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের পাশাপাশি, ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয। দমকল সূত্রে খবর, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক কর্মী। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।






















