North and South Dinajpur Weather Update: ঝলমলে রোদের সঙ্গে শীতের আমেজ ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: বদলে যাচ্ছে পরিস্থিতি। পরিষ্কার আকাশের সঙ্গে শীতের আমেজ ধরা দেবে বৃহস্পতিবার সকালে। আবহাওয়া দফতররে পূর্বাভাস বলছে, দিনভর পরিষ্কার আকাশ থাকবে উত্তর দিনাজপুরে।
Weather Update: বদলে যাচ্ছে পরিস্থিতি। পরিষ্কার আকাশের সঙ্গে শীতের আমেজ ধরা দেবে বৃহস্পতিবার সকালে। আবহাওয়া দফতররে পূর্বাভাস বলছে, দিনভর পরিষ্কার আকাশ থাকবে উত্তর দিনাজপুরে। সকালে জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়াতে পারে ৮৫ থেকে ৯০ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইতে পারে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। তবে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। পাশাপাশি হাওয়ার গতিবেগ বাড়লে শীতের অনুভূতি পাবে জেলাবাসী।
South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায়। সেই ক্ষেত্রে হিমেল হাওয়ার সাক্ষী থাকবে দক্ষিণ দিনাজপুরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকালে ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেতে পারে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়াতে পারে ৯১ শতাংশ। হাওয়া অফিস বলছে, শীঘ্রই শীতের তীব্রতা অনুভূত হবে জেলায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে মেঘ দেখা দিতে পারে জেলায়। তবে সেই ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা নেই।
West Bengal Weather Update: বঙ্গের আবহাওয়া
শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে।
পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।