Weather Update: কনকনে ঠান্ডায় ভোগান্তি বাড়াবে কুয়াশা ! আজ কত তাপমাত্রা থাকবে এই দুই জেলায়
Weather Update: আরও কমতে পারে দুই দিনাজপুরের তাপমাত্রা। বুধবার সকালে জেলার তাপমাত্রা চলে গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।
Weather Update: আরও কমতে পারে দুই দিনাজপুরের তাপমাত্রা। বুধবার সকালে জেলার তাপমাত্রা চলে গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস বলছে, এই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে চলতি সপ্তাহে। আজ হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চিন্তা বাড়াতে পারে ঘন কুয়াশা। সেই ক্ষেত্রে সমস্য়ায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ উত্তরে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রিত। আবহাওয়ার পূর্বাভাস বলছে, জেলার কিছু অংশে এর থেকেও কমে চলে যেতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে কমপক্ষে ২ ডিগ্রি কমবে পারদ। জেলার কিছু অংশে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দেখা যেতে পারে সকাল থেকেই। সকালে ৯১ শতাংশ আদ্রতা থাকতে পারে বাতাসে। হাওয়া বইতে পারে ৫ কিমি বেগে।
South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। তাপমাত্রার পারদ আরও কমবে এই জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে দক্ষিণের বাতাস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ কাঁপুনি ধরানো শীত দেখা যেতে পারে দক্ষিণ দিনাজপুরে। সকাল সন্ধ্যায় ঘন কুয়াশায় ঢাকবে জেলা। তবে রাতের দিকে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে খবর।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৪ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি