Weather Update: ডিসেম্বরের শেষেও শীতের দেখা নেই, হিমেল হাওয়া বইছে এই দুই জেলায়
Weather Update: মেঘ সরে আজ দেখা দিতে পারে রোদ। সকাল থেকেই পরিষ্কার আকাশ থাকবে দুই দিনাজপুরে। কদিন ধরেই বঙ্গপোসাগরের ঘূর্ণাবর্তের জেরে মেঘলা আকাশ দেখা যায় জেলায়।
Weather Update: মেঘ সরে আজ দেখা দিতে পারে রোদ। সকাল থেকেই পরিষ্কার আকাশ থাকবে দুই দিনাজপুরে। কদিন ধরেই বঙ্গপোসাগরের ঘূর্ণাবর্তের জেরে মেঘলা আকাশ দেখা যায় জেলায়। গতকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরে। ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি বেড়ে গিয়েছে তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , কমপক্ষে ২-৩ ডিগ্রি বাড়বে পারদ। সকাল ৬টার আবহাওয়া বলছে, উত্তর দিনাজপুরে তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনভর পরিষ্কার আকাশ থাকবে জেলায়। জেলার একাংশ ঢাকা পড়তে পারে কুয়াশায়। দুপুরে এই তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে আজ। সকালে ৯১ শতাংশ আদ্রতা রয়েছে বাতাসে। হাওয়া বইছে ৬ কিমি বেগে।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণে। তাপমাত্রার পারদ গতকালের থেকে কিছুটা কমবে । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ১৫ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৫ কিমি বেগে বইছে দক্ষিণের বাতাস। হাওয়া মোরগ বলছে, ডিসেম্বরের শেষেও জাঁকিয়ে শীত দেখা যাচ্ছে না দক্ষিণে। আপাতত ২-৩দিন বজায় থাকবে এই আবহাওয়া। তবে ঘূর্ণাবর্ত সরলে দ্রুত শীত পড়বে এই দুই জেলায়।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।