Khagen Murmu Attacked: 'আপনারা এখান থেকে যান, না হলে খারাপ হবে', হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক অভিযোগ খগেন মুর্মুর
Nagrakata Incident: আইসিইউতে ভর্তি রয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন তিনি। তিন জায়গায় ফ্র্যাকচার হয়েছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।

Khagen Murmu Attacked: হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। নাগরাকাটার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেছেন, 'আমরা ওখানে প্রথমে যাই ত্রাণ দিতে, তারপর আমাদের বাধা দেওয়া হয়। আমাদের বলা হয়, আপনারা এখান থেকে যান, না হলে খারাপ হবে। ধাক্কা মারতে মারতে আমাদের এলাকা থেকে সরানো হয়েছে। আমরা দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছি। গাড়ির দরজা খোলার চেষ্টা করে। জানালার কাচ ভেঙে দেয়, পাথর ছুড়ে মারে।' তিন জায়গায় ফ্র্যাকচার হয়েছে বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মুর চোটকে 'সামান্য' বলেছেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেছেন, 'উনি তো সবটাই ছোট সামান্য বলেন। ওনার চোখে কোনওটাই বড় ঘটনা নয়। এখানে জঙ্গলের রাজত্ব চলছে।'
উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গত সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন এই দুই বিজেপি নেতা। সেখানে তাঁদের উপর হামলা হয়। পিছন থেকে ধাক্কা মারা হয় শঙ্কর ঘোষকে। অন্যদিকে, মাথা ফেটে যায় খগেন মুর্মুর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে জলপাইগুড়ি জেলা পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চম ধৃতের নাম এতোয়া ওঁরাও, বাড়ি নাগরাকাটার খয়েরবাড়িতে। FIR-এ নাম থাকা ৮ জন এখনও কেন অধরা, প্রশ্ন বিজেপির।
বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেরই জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হামলা হয় তাঁদের উপর। গুরুতর ভাবে জখম হন খগেন মুর্মু। মাথা ফেটে যায় তাঁর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে বাংলার রাজ্য-রাজনীতিতে। যে ৫ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম এফআইআর- এ নেই বলেই জানা গিয়েছে। যদিও বুধবার একরামুল হক ও গোবিন্দ শর্মা নামে যে ২জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, হামলার সময় তাঁরা ঘটনাস্থলেই ছিলেন। এই ২ জনকেই প্রথম গ্রেফতার করা হয়। একজনকে নাগরাকাটা থেকে এবং আরেক জনকে জয়গাঁও থেকে গ্রেফতার করা হয়। সোমবার নাগরাকাটা কাণ্ডের পর বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে নাগরাকাটা থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।






















