Doctors Hunger Strike: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জুনিয়ররা, প্রতীকী অনশনে দুই সিনিয়র
আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবিকে সামনে রেখে ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।
কলকাতা: ধর্মতলার ধর্নামঞ্চ (Doctors Hunger Strike) ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা অনশনে অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপরেও অনড় জুনিয়র ডাক্তাররা। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গে প্রতীকী অনশনে বসেন ২ সিনিয়র চিকিৎসক।
আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবিকে সামনে রেখে ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার সঙ্গে সঙ্গে আরও কেউ অনশনে বসছেন! মঙ্গলবার ধর্মতলার অনশনমঞ্চে যোগ দিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার স্পন্দন চৌধুরী এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিনের জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার।
প্রতীকী অনশনে: ১০ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যালেও ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের অনশন। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আলোক ভার্মা ও সৌভিক বন্দ্যোপাধ্যায়কে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অনশনকারীরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনশনকারী জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল বলেন, "সরকার আমাদের বলে দিক যে, এত জন ডাক্তার অসুস্থ হলে ওরা (রাজ্য সরকার) কিছু করবে। যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে একের পর এক ডাক্তার অসুস্থ হবেন, আস্তে আস্তে হেলথ সিস্টেমটা পুরো ডাউন হয়ে যাবে।''
ছাত্রদের লড়াইয়ে তাঁরাও পাশে আছেন, এই বার্তা দিতে বুধবার ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেন উত্তরবঙ্গ মেডিক্যালের দুই সিনিয়র ডাক্তার। প্রতীকী অনশনকারী চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "২ মাসের বেশি সময়ে আপনারা (রাজ্য সরকার) দেখেছেন যে, মানুষ কার পক্ষে আছে। আপনারা (রাজ্য সরকার) যদি এই সময়ে মানুষের পক্ষ না নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, ইতিহাসের কাছে তারা আপনাদের (সরকারকে) কী চোখে দেখবে, সেটা একটু ভেবে নেবেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Corruption Case: আর জি করে দুর্নীতির তদন্তে নয়া মোড়, নাম জড়াল দেবাশিস সোম, সুজাতা ঘোষের