Child Death: উত্তরবঙ্গ মেডিক্যালে আরও ১ শিশুর মৃত্যু
জ্বরে আক্রান্ত এক বালিকার মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে
সনৎ ঝা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যালে আরও ১ শিশুর মৃত্যু। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, নিউমোনিয়া নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় শিশুকে।
এদিকে জ্বরে আক্রান্ত এক বালিকার মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের পরিবার পুরাতন মালদার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গতকাল জ্বর নিয়ে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় বছর দশেকের বালিকাকে। রাতেই মৃত্যু হয় তার।হাসপাতালের সুপারের দাবি, বালিকাকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নিয়ে আসা হয়। কী ধরনের জ্বর জানতে নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। এই নিয়ে গত ৮ দিনে মালদা জেলায় জ্বরে আক্রান্ত শিশু-সহ ৮ জনের মৃত্যু হল।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যে লাগাতার জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। কখনও কখনও মৃত্যুও ঘটছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা সহ একাধিক জেলায় অসুস্থতা বাড়ছে শিশুদের। এখনও পরিস্থিতি উদ্বেগজনক। ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, কী কারণে পরপর এত শিশু আক্রান্ত হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে করোনা।
আরও পড়ুন: Howrah: মুখে মাস্ক, কানে হেডফোন, রেললাইনের ধারে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
এই প্রেক্ষিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পেডিয়াট্রিক বেড বাড়ানোর সিদ্ধান্ত হয়। সেইমতো চিকিত্সার পরিকাঠামোর উন্নতি ও বেডের সংখ্যাবৃদ্ধির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে ৭৭টি সরকারি হাসপাতালে পেডিয়াট্রিক বেডের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৮১৬। SNCU -র সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৩৮। NICU -র সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪। PICU -র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯। শুধু বেড বাড়ালেই হবে না, বেড পিছু কার্যকর চিকিত্সা পরিষেবা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিত্সক , নার্স , স্বাস্থ্যকর্মী থাকতে হবে।
রাজ্যে শিশু চিকিত্সার সরকারি হাসপাতালগুলির মধ্যে পরিকাঠামোর দিক থেকে সবথেকে এগিয়ে বিসি রায় শিশু হাসপাতাল। এই হাসপাতালে পেডিয়াট্রিক বেডের সংখ্যা বেড়ে হয়েছে ২৫০। SNCU রয়েছে ১৫৪টি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পেডিয়াট্রিক বেডের সংখ্যার নিরিখে এর পরেই রয়েছে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে ১২৯টি পেডিয়াট্রিক বেড। ১২০টি করে পেডিয়াট্রিক বেড রয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস ও মালদা মেডিক্যাল কলেজ ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সরকারি হাসপাতালগুলির মধ্যে SNCU সংখ্যার নিরিখে ১ নম্বরে রয়েছে বিসি রায় হাসপাতাল। সেখানে SNCU-র সংখ্যা ১৫৪। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে ১১০টি SNCU। ৯০টি SNCU রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: Malda: বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে মানিকচকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৪