North Bengal Weather : হাড় কাঁপাবে উত্তরের শীত, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি দার্জিলিং-কালিম্পংয়ে, কত নামবে তাপমাত্রা ?
North Bengal Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা জোরদার হচ্ছে।
![North Bengal Weather : হাড় কাঁপাবে উত্তরের শীত, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি দার্জিলিং-কালিম্পংয়ে, কত নামবে তাপমাত্রা ? North Bengal Weather Temperature Dips Rain prediction in Darjeeling Kalimpong till Saturday North Bengal Weather : হাড় কাঁপাবে উত্তরের শীত, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি দার্জিলিং-কালিম্পংয়ে, কত নামবে তাপমাত্রা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/9405478305c4ea5b9348b2e3fa5e38a8170590322746153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গে। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দাপট থাকবে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট রয়েছে সকালথেকেই । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা জোরদার হচ্ছে।
উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের এ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হাড়কাঁপানো শীত থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সিকিমে বাড়তে পারে বৃষ্টি ও সেইসঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।
এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া
- প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে।
- বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে।
- দার্জিলিং ও কালিম্পং এ আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আগামী দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপর দু-তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
- দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ
জেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 54%
বাতাস: 6 কিমি/ঘন্টাজলপাইগুড়ি বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 74%
বাতাস: 3 কিমি/ঘন্টাকালিম্পং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 47%
বাতাস: 5 কিমি/ঘন্টাআলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 82%
বাতাস: 3 কিমি/ঘন্টাকোচবিহার
বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 82%
বাতাস: 3 কিমি/ঘন্টাউত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 80%
বাতাস: 6 কিমি/ঘন্টাদক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 81%
বাতাস: 6 কিমি/ঘন্টামালদা বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 85%
বাতাস: 10 কিমি/ঘন্টা
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)