![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
North Bengal Weather: কনকনে শীতের মধ্যেই বৃষ্টি দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলায় বাড়তি সতর্কতা?
North Bengal Weather Updates: দেখুন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
![North Bengal Weather: কনকনে শীতের মধ্যেই বৃষ্টি দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলায় বাড়তি সতর্কতা? North Bengal Weather Update Heavy Rain In Jalpaiguri, Darjeeling, Sikkim, Kalimpong 7 December North Bengal Weather: কনকনে শীতের মধ্যেই বৃষ্টি দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলায় বাড়তি সতর্কতা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/07/98e61987c803ceae13726ef04749a1e71701921169852223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
North Bengal Weather : দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্যেও। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে। এর জেরে উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।বৃষ্টি হতে পারে মালদা (Malda) ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের উত্তরাংশের ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
জেলা | আবহাওয়ার হাইলাইট |
দার্জিলিং | বৃষ্টিপাত: 4% আর্দ্রতা: 50% বাতাস: 11 কিমি/ঘন্টা |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 44% বাতাস: 8 কিমি/ঘন্টা |
কালিম্পং | বৃষ্টিপাত: 1% আর্দ্রতা: 44% বাতাস: 10 কিমি/ঘন্টা |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 45% বাতাস: 5 কিমি/ঘন্টা |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 45% বাতাস: 5 কিমি/ঘন্টা |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 44% বাতাস: 8 কিমি/ঘন্টা |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 47% বাতাস: 6 কিমি/ঘন্টা |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 53% বাতাস: 8 কিমি/ঘন্টা |
দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও।
আরও পড়ুন, বৃষ্টি দুর্যোগে আজও ভাসবে বাংলা? কোন কোন জেলায় সতর্কতা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)