North Bengal Weather Update: টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ! বিপর্যস্ত উত্তর দিনাজপুর থেকে কোচবিহার, জলপাইগুড়ি
কোথাও টানা ২দিন ধরে বৃষ্টি! কোথাও আবার রাতভর বৃষ্টিতেই জলমগ্ন চতুর্দিক। ঘরে জল, বাইরেও জল! কোথাও জলের তোড়ে ভেঙে গেছে রাস্তা। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য, উত্তর দিনাজপুর: টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর (Islampur) থেকে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের একাংশ। কোথাও বাড়িতে ঢুকল জল। কোথাও আবার জলের তোড়ে ভাঙল রাস্তা। প্রবল সমস্যায় পড়েছেন বাসিন্দারা।
কোথাও টানা ২দিন ধরে বৃষ্টি! কোথাও আবার রাতভর বৃষ্টিতেই জলমগ্ন চতুর্দিক। ঘরে জল, বাইরেও জল! কোথাও জলের তোড়ে ভেঙে গেছে রাস্তা।
মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। জল জমেছে ইসলামপুর পুরসভার ১০ ও ১৪-সহ একাধিক ওয়ার্ডে। বাড়িতেও ঢুকেছে জল।
বুধবার সকালে সন্তানদের স্কুলে পৌঁছতে গিয়ে সমস্যায় পড়েন অভিভাবকরা। ইসলামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদের কথায়, বেশিরভাগ ড্রেনই মানুষের দখলে। চেয়ারম্যানকে বলেছি দখলমুক্ত করতে। জেসিবি দিয়ে জল নামানো হচ্ছে।
ইসলামপুর পুরসভার চেয়ারম্যান, কানাইয়ালাল আগরওয়াল বলছেন, এদিকে টানা ২ দিনের বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের তুফানগঞ্জের সংকোশ নদী।
তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ছিটবড়লাউকুঠি গ্রামে সংকোশ নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে বহু এলাকা। চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ট
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ড। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, শতাধিক জলবন্দি পরিবারকে স্পিডবোটে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয় শিবিরে। জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাতেও ঢুকেছে করলা নদীর জল।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তি বৃষ্টি হয়েছে ৫৮ শতাংশ। সিকিম ও ভুটান পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জেলার তিস্তা ও জলঢাকা নদী এমনিতেই ফুঁসছে। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে সেচ দফতর।
এই প্রবণতা বজায় থাকলে পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে আশঙ্কা বাড়ছে জলপাইগুড়িতে পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে মঙ্গলবার বৈঠক করে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও অনগ্রসর কল্যাণ দফতর।