BJP North Bengal Strike : আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক BJP-র, সকাল থেকেই ধুন্ধুমার জেলায় জেলায়
উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ। কোচবিহারে ভাঙা হল দুটি বাসের কাচ। এফআইআর দায়েরের নির্দেশ। ঘুঘুমারিতে উত্তেজনা।
রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, জলপাইগুড়ি, কোচবিহার : নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। সেখানেই এবার পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি বিজেপির ( BJP )। প্রতিবাদে, আজ উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।
কোচবিহার
সকালে কোচবিহার শহরে, বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে মিছিল করেন দলীয় কর্মীরা। রাস্তায় সরকারি বাস দেখা গেলেও, দেখা মেলেনি বেসরকারি বাসের।
কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা যায়। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় জেলা নেতৃত্ব। তখনই পুলিশ এসে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্য়ানে তোলে। এদিকে, বন্ধের বিরোধিতায় একই জায়গায় পাল্টা মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। তৈরি হয় উত্তেজনা। পুলিশ এসে দু-পক্ষকে সরিয়ে দেয়।
এদিন , কোচবিহার শহরে সরকারি বাসের কাচ ভাঙলেন বিজেপি কর্মীরা। আহত বাসচালক। বাস ভাঙচুরের ঘটনায়, অভিযোগ দায়ের করার নির্দেশ দিলেন, NBSTC-র চেয়ারম্য়ান পার্থপ্রতিম রায়। কোচবিহারের কাছারিমোড়ে আরও একটি সরকারি বাস ভাঙচুর করে বিজেপি কর্মীরা।
কোচবিহারের ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা তৈরি হয়। এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও। ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।
তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। কোচবিহারের চাকিরবাজারেও উত্তেজনা। সেখানে বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তেড়ে যায় তৃণমূল কর্মীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি।
আরও পড়ুন :
শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহরেও সকাল থেকে বনধের ছবি দেখা গেল। কদমতলায় বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তায় নেমে সরকারি বাস বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। সকাল থেকেই বন্ধ দোকানপাট। জলপাইগুড়িতে বন্ধ করা হল স্কুল।
একদিকে বনধের সমর্থনে পথে বিজেপি। অন্য়দিকে, বনধের বিরোধিতায় INTTUC। জলপাইগুড়ির নেতাজি পাড়ায়, NBSTC-র অফিসের সামনে বনধ সমর্থকদের সঙ্গে তুমুল বচসা বাধে INTTUC- কর্মীদের।
মালদা
পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মো়ড়ে, বনধের সমর্থনে রাজ্য় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা।
মানিকচকে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা।
দার্জিলিং
শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। অন্য়ান্য় দিনের তুলনায় রাস্তায় যানবাহন কিছুটা কম। তবে বনধের প্রত্য়ক্ষ প্রভাব পড়েনি পাহাড়ে। দার্জিলিঙে দোকানপাট স্বাভাবিক নিয়মেই খোলা। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
আরও পড়ুন :