(Source: ECI/ABP News/ABP Majha)
Landslide: জাতীয় সড়কে ভূমিধস, সিকিম ও কালিম্পংয়ের লাইফলাইনে চরম ভোগান্তি
Landslide in North Bengal: ফের রাজ্যের পাহাড়ি রাস্তার একাংশে নামল ভূমিধস, তবে এই ভূমিধসের ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সনৎ ঝা এবং মোহন প্রসাদ, দার্জিলিং: ফের রাজ্যের পাহাড়ি রাস্তায় নামল ভূমিধস (Landslide at Birik Dara)। একদিকে যখন রাজ্যজুড়ে তাপপ্রবাহ (Heat Wave) চলছিল, তার আঁচ পড়েছিল উত্তরবঙ্গেও বাদ যায়নি এই অংশও। এদিকে বঙ্গে বর্ষা (Rain) প্রবেশ করতেই পট পরিবর্তন। গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণ (Heavy Rain) শুরু হয়েছে, গোটা উত্তরবঙ্গে (North Bengal)। যার জেরে পাহাড়ি রাস্তাগুলির হাল খারাপ। আর যার জেরেই নামল ফের ভূমিধস। ভোগান্তির মুখোমুখি ফের বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়ক (NH 10)।
জানা গিয়েছে, এদিন ফের বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়কে ভূমিধস নামে। এদিকে এই অতিগুরুত্বপূর্ণ রাস্তাটি মূলত সিকিম এবং কালিম্পংয়ের মাঝে লাইফলাইন হিসেবে কাজ করে। যার দরুণ রাস্তাটি ধসে যাওয়ার পর বর্তমানে একমুখী যানবাহন চলাচল করা শুরু করে। তবে এই ভূমিধসের ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিধস (landslide) নামল দার্জিলিঙে (darjeeling)। আরও নির্দিষ্ট করে বললে দার্জিলিং পাহাড়ের মানভনজঙ্গ রোডের উপর ধোবি খোলায় (dhobi khola) গত সন্ধেয় ধস নামে। পাহাড়ের উপর থেকে কাদা ও বোল্ডারের তাল রাস্তায় উপর হুড়মুড়িয়ে নেমে আসে। ফলে মানভনজঙ্গের সঙ্গে বিভিন্ন জায়গার সরাসরি সংযোগ বিপর্যস্ত।
গতবছরও বিপর্যয়ের ঘটেছিল দার্জিলিঙে। দুধিয়ায় মুষলধারে বৃষ্টিতে বিপত্তি দেখা দিয়েছিল। হড়পা বান এসেছিল বালাসন নদীতে। তার জেরে নদীতে ঘুরতে যাওযা শিলিগুড়ির ১১ জন কলেজ পড়ুয়া আটকে পড়েছিলেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ, দমকল। সকাল থেকে রাত, দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে ১১ জন পড়ুয়াতে উদ্ধার করা হয়েছিল। বস্তুত সার্বিক ভাবে উত্তরবঙ্গে পাহাড়ের ছোট-বড় বিপর্যয়ের ঘটনা শোনা গিয়েছিল। যেমন গতবছর ২ আগস্ট কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল। বহু গাড়ি আটকে পড়েছিল। ঘটনার ৫ ঘণ্টা পর রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়েছিল বলেই খবর। ততক্ষণ বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই ধসের পর শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পঙের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছিল। শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং কালিম্পং যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। একদিকে যেমন শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার গাড়িগুলি আটকে গিয়েছিল। আটকে পড়েছিল ফিরতি গাড়িও।