Kaliaganj: 'দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে', DG-র হস্তক্ষেপ চাইল জাতীয় মহিলা কমিশন
NC on Kaliaganj Minor Physical Assault and Murder Case: 'অভিযোগ সত্যি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে', কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ চাইল জাতীয় মহিলা কমিশন।
উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির (State Police DG) হস্তক্ষেপ চাইল জাতীয় মহিলা কমিশন (National Commission for women)। সংশ্লিষ্ট ধারায় দ্রুত এফআইআর (FIR) দায়ের করতে বলে চিঠি জাতীয় মহিলা কমিশনের। এএনআই সূত্রে খবর, উত্তর দিনাজপুরের (North Dinajpur) কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Physical Assault and Murder Case) অভিযোগের ঘটনায় একটি ভিডিও-র তদন্ত নেমেছে জাতীয় মহিলা কমিশন।
রাজ্য় পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, 'অভিযোগ সত্যি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।কালিয়াগঞ্জকাণ্ডে কী ব্যবস্থা, জানাতে হবে ৩ দিনের মধ্যে।' মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
National Commission for Women takes cognisance of a video alleging that a minor girl was raped and murdered by a group of men in Uttar Dinajpur's, Kaliaganj, West Bengal. pic.twitter.com/f1hQF42EiV
— ANI (@ANI) April 22, 2023
কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার।
অপরদিকে, ট্যুইটে সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ধিক্কার দিয়ে বলেন, 'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ!' পাশাপাশি বঙ্গ বিজেপির তরফে ট্যুইটারে তিনি আরও বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসন নির্বিকার। অপরাধীদের গ্রেফতার করার পরিবর্তে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাচিচার্জ করছে পুলিশ।'
আরও পড়ুন, 'ত্রিকোণ প্রেম'ই কি কাল হল ? বাঁকুড়ায় IC-র আবাসনের অদূরেই নলি কেটে 'খুন'
প্রসঙ্গত, রাজ্যে এর আগে হাঁসখালি, শান্তিনিকেতন-উত্তর কলকাতা এবং সদ্য দক্ষিণ কলকাতার তিলজলাকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি যোগী রাজ্যে লখিমপুর-সহ একাধিক জায়গায় এমন মর্মান্তিক ঘটনার উদাহরণ রয়েছে। আর সেই ঘটনার নিরিখেই এদিন বিজেপিকে পাল্টা আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'শকুনের রাজনীতি করছে বিজেপি, উত্তরপ্রদেশের দিকে তাকাক।'