Bankura News: 'ত্রিকোণ প্রেম'ই কি কাল হল ? বাঁকুড়ায় IC-র আবাসনের অদূরেই নলি কেটে 'খুন'
Bankura Murder case: ভর সন্ধ্যেয় বাঁকুড়া শহরের অভিজাত এলাকার ব্যস্ত রাস্তায় বাইক আরোহীর গলার নলি কেটে খুন।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে একের পর এক অপরাধের (Crime) ঘটনা প্রকাশ্যে আসছে। তবে এবার কি রয়েছে কোনও রাজনৈতিক যোগ ? নাকি সম্পর্কের টানাপোড়েন ? আরও একবার শিউরে ওঠার ঘটনার সাক্ষী হল বাঁকুড়া শহর (Bankura)। বাঁকুড়া সদর থানার আইসি-র আবাসনের অদূরেই ঘটল ভয়াবহ ঘটনা। গলার নলি কেটে বাইক আরোহী এক যুবককে খুনের ঘটনা ঘটল বাঁকুড়া শহরের অভিজাত এলাকায়।জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আমন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠেছে। তবে কী কারণে খুন ? তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানার পুলিশ (Bankura Police)।
ঠিক কী হয়েছিল ঘটনার দিন ?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি দামী বাইকে করে জুনবেদিয়া এলাকা থেকে, প্রতাপবাগানের রাস্তা ধরে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন মাচানতলা এলালার বাসিন্দা শেখ আমন। অভিযোগ, ওই বাইকটিকে অনুসরণ করে এলআইসি কোয়ার্টার চত্বর পর্যন্ত আসে আততায়ীরা। এলআইসি কোয়ার্টার লাগোয়া প্রতাপবাগানের মূল রাস্তায় চলন্ত বাইকটিকে ধাক্কা দিয়ে আমনকে ফেলে দেয় তারা। পরে ছুরি দিয়ে আমনের গলার নলি কেটে, মুহূর্তেই বাইকে চড়ে পালিয়ে যায় আততায়ীরা।
বাঁকুড়া সদর থানার আইসি-র আবাসনের অদূরেই খুন
এই খবর পেয়ে, বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে সব শেষ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, বাঁকুড়া শহরের যে এলাকায় যুবকের গলার নলি কাটা হয়েছে, সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাঁকুড়া সদর থানার আইসি-র আবাসন। রাস্তাটিও যথেষ্ট ব্যস্ত। এমন ব্যাস্ত সড়কে ভর সন্ধ্যেতে কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটল ? প্রশ্ন উঠেছে। এমন খুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়া শহর জুড়ে। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খুনের ঘটনায় গ্রেফতার এক
শেষ অবধি পাওয়া খবরে গলার নলি কেটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক। ধৃতের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ বাঁকুড়া জেলা আদালতের। শুক্রবার সন্ধ্যে বেলায় বাঁকুড়া শহরের প্রতাপবাগান এলাকায় বাইকে থাকা যুবককে গলার নলি কেটে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভর সন্ধ্যে বেলায় জনবহুল এলাকায় বাইক আরোহী যুবককে এমন হত্যার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরা-সহ স্থানীয় মানুষ ও অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে। ধৃতকে শনিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৪ ( চার) দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।
আরও পড়ুন, 'কেন্দ্রীয় মন্ত্রক কীভাবে কাজ করে, কোনও ধারণাই নেই', অভিষেককে নিশানা শুভেন্দুর
'ত্রিকোণ প্রেমের কারণেই খুন'
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শেখ আমন৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, শেখ আমন বাইকে করে প্রতাপবাগানের রাস্তায় আসছিল সেই সময় আততায়ী একটি অন্য বাইকে করে এসে শেখ আমনের উপর চড়াও হয়ে তাকে খুর দিয়ে গলার নলি কেটে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এই ঘটনায় চন্দ্রশেখর সিংহ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের কারণেই এই খুনের ঘটনা। এবং খুর দিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে বাঁকুড়া সদর থানার পুলিশ।