(Source: ECI/ABP News/ABP Majha)
North Dinajpur News: পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগী সহপাঠীরা, দুয়ারে হাজির শিক্ষকরাও
North Dinajpur News Update: করোনা (Corona) সংক্রমণের জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশ এই চারটি শ্রেণির জন্য স্কুল খুলেছে। কিন্ত শুরু থেকেই জেলার বেশ কিছু স্কুলে উপস্থিতির হার খুবই কম।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্কুলে না আসা সহপাঠীদের ফেরাতে এবার পথে নামল সহপাঠীরাই। আর ছাত্রদের সঙ্গে এই কর্মকাণ্ডে যোগ দিলেন শিক্ষকরাও। এই ছবি উত্তর দিনাজপুরের (North Dinajpur) চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের (Chakulia Ramkrishnapur PDGM High School)। মঙ্গলবার ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ক্লাস শেষে কয়েকটি গ্রাম ঘুরে পড়ুয়াদের স্কুলে ফেরার আবেদন জানান। পড়ুয়াদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বিধায়ক (MLA) সহ জেলা বিদ্যালয় পরিদর্শকও (District School Inspector)।
করোনা (Corona) সংক্রমণের জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশ এই চারটি শ্রেণির জন্য স্কুল খুলেছে। কিন্ত শুরু থেকেই জেলার বেশ কিছু স্কুলে উপস্থিতির হার খুবই কম। স্কুল খোলার পর, মঙ্গলবার পড়ুয়াদের গরহাজিরা নিয়ে চিন্তা কাটেনি শিক্ষকদেরও। সেই তালিকায় রয়েছে জেলার চাকুলিয়া ব্লকের রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলও।
জেলা বিদ্যালয় পরিদর্শক দফতর সূত্রে খবর, এই ব্লকে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination) স্কুলের সংখ্যা মোট ১৭। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে পড়ুয়ায় সংখ্যা প্রায় ১৩ হাজার। বর্তমানে উপস্থিতির সংখ্যা গড়ে ১০ শতাংশের আশপাশে। রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুল সূত্রে খবর, মঙ্গলবার নবম ও দশম শ্রেণি মিলে পড়ুয়াদের সংখ্যা মোট ৬৮৫। যার মধ্যে মাত্র ৮০-৮৫ জন উপস্থিত ছিল। স্কুলছুটদের ফেরাতে এদিন শিক্ষকেরা ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে পড়ুয়াদের দুয়ারে দুয়ারে হাজির হন।
করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকায় পড়ুয়াদের একাংশ বিভিন্ন কাজে লেগে পড়েছে। কেউ আবার রাজমিস্ত্রীর জোগাড়ে, কেউ ভিন্ রাজ্যে কাজে চলে গিয়েছে। কেউ কেউ আবার জানিয়ে দিয়েছে কাজে লেগে পড়ায় বিদ্যালয়ে আসতে পারবে না। ওই স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত বলেন, ‘‘যারা কাজ করছে, আসছে না তাদের স্কুলে পড়ুয়ারাই সহপাঠীদের এমন উদ্যোগ নিয়েছে।’’ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা বিদ্যালয় পরিদর্শকও। এদিন তাঁরা বলেন, ‘‘স্কুলছুটদের স্কুলমুখী করতে সহপাঠীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’’
আরও পড়ুন: Jalpaiguri News: সরকারি নিয়ম ভেঙে পঞ্চম শ্রেণির ক্লাস, প্রধান শিক্ষককে শোকজ জেলা স্কুল পরিদর্শকের