North Dinajpur News: পিকনিক করতে গিয়ে মৃত্যু যুব তৃণমূল নেতার ! বর্ষবরণের রাতে উদ্ধার দেহ, গ্রেফতার ২
TMC Youth Leader: বর্ষবরণের রাতে যুব তৃণমূল নেতার রহস্যমৃত্যু। বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় যুব তৃণমূল নেতাকে উদ্ধার। নাম নব্যেন্দু ঘোষ। গুলি করে খুনের অভিযোগ পরিবারের।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, গ্রেফতার ২। পিকনিক করতে গিয়ে তৃণমূল নেতার দেহ উদ্ধার। মৃত যুব তৃণমূল সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ। গুলি করে খুনের অভিযোগ পরিবারের। বাড়ির পাশে গভীর রাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা। নিহত তৃণমূল নেতার শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন, খবর পুলিশ সূত্রে।
বর্ষবরণের রাতে যুব তৃণমূল নেতার রহস্যমৃত্যু। বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় যুব তৃণমূল নেতাকে উদ্ধার। নাম নব্যেন্দু ঘোষ। ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। তার ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। উত্তর দিনাজপুরের যুব তৃণমূলের সহ সভাপতি পদে রয়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে, বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে নিয়ে পিকনিক করছিলেন ওই যুব তৃণমূল নেতা। রাত সাড়ে ১২টা নাগাদ, সেই জায়গা থেকে খানিকটা দূরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্নও দেখতে পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে পালিয়ে যায় বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। হাসপাতালেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস। পুলিশ সূত্রে খবর, মৃত যুব তৃণমূল নেতার দেহের একাধিক জায়গায় বেশ কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। তবে ধারালো অস্ত্র নাকি সেগুলো গুলির ক্ষত, তা খতিয়ে দেখছে রায়গঞ্জ থানা।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আজ ভোরেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের রায়গঞ্জ আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ। মৃতের পরিবারের তরফে কারও নাম করে অভিযোগ না করা হলেও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত অসাবধানেই গুলি চলেছে বন্দুক থেকে। যদিও পরিবারের তরফে গুলি করে খুনের অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় যারা যুক্ত, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।
বাড়ির কাছেই একটি মাঠে বর্ষবরণের রাতে চলছিল পিকনিক। সেখানেই চলে গুলি। মৃত্যু হয় যুব তৃণমূল নেতার। কীভাবে গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পিকনিক চলাকালীন কীভাবে গুলি চলল, তা এখনও স্পষ্ট নয়। গুলি চলার কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় টিএমসিপি জেলা (উত্তর দিনাজপুর) সভাপতি, রন্তু দাস সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন এই ঘটনায় তাঁরা সিআইডি তদন্ত চাইছেন।






















