Odisha Bus Accident: দুর্ঘটনায় ভেঙে চুরমার চারহাত এক হওয়ার স্বপ্ন, হাওড়ার বাড়িতে ফিরল হবু কনের মৃতদেহ
বছর ২০-র তরুণী উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃত্যু হয়েছে তরুণীর মায়েরও। পরিবার সূত্রে খবর, তরুণীরা ৩ বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে।
সুনীত হালদার ও সঞ্চয়ন মিত্র, হাওড়া: ওড়িশায় (Odish) ভয়াবহ বাস-দুর্ঘটনা (Bus Accident) প্রাণ কেড়েছে হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বাসিন্দা, কলেজ ছাত্রীর। এই বছরই তাঁর বিয়ের কথা ছিল। বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় তরুণীর মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পরিবার।
আগামী মাসে রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, অঘ্রাণে সামাজিক মতে বিয়ে। কেনাকাটাও সব প্রায় শেষের দিকে। কিন্তু তার আগেই সব স্বপ্ন চুরমার। ওড়িশায় পর্টকদের দুর্ঘটনা কেড়ে নিল হবু কনের প্রাণ। মৃত্যু হল হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুরের বাসিন্দা রিমা দেঁড়ে-র।
বছর ২০-র তরুণী উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃত্যু হয়েছে তরুণীর মায়েরও। পরিবার সূত্রে খবর, তরুণীরা ৩ বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। তিনি মেজো। সোমবার, মা, বাবা ও ছোট বোনের সঙ্গে বাসে চড়ে বেড়াতে যান তিনি। মঙ্গলবার রাতের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল মা-মেয়ের।
জখম হয়েছে তরুণীর বোন। তাঁর পায়ের আঘাত গুরুতর। মৃতের এক বোন জানান, দিদি ফোন করে বলল, বাস উল্টে গেছে। ২ বছর লক ডাউনে সব বন্ধ ছিল। আনন্দ করে গেল। সব শেষ।
রিমা দেঁড়ে মৌসুমি দেঁড়ে ছাড়াও, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, উদয়নারায়ণপুরের বাসিন্দা, সুপ্রিয়া দেঁড়ে, সঞ্জিত পাত্র, বর্ণালি মান্না ও স্বপন গুছাইতের। ক’দিন পরই যে দেঁড়ে পরিবার, আলোয় ঝলমল করে ওঠার কথা। সেখানে এখন শুধুই আঁধার। গ্রাম জুড়ে শ্মশানের নিস্তব্ধতা।
হাওড়া থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। ওড়িশার গঞ্জামে পর্যটকদের বাস উল্টে মৃত্যু হল উদয়নারায়ণপুরের বাসিন্দা ৬ পর্যটকের। দুর্ঘটনাস্থলে গেছে রাজ্যের প্রতিনিধি দল, ট্যুইটারে শোক প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী।
বেড়ানোর আনন্দে মশগুল ছিলেন সকলে, কেউ ভাবতেও পারেননি, এভাবে ওত্ পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ! ওড়িশায় দুর্ঘটনার কবলে এ রাজ্যের পর্যটক বোঝাই বাস। মৃত্যু হয়েছে ৬ জনের। প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। কয়েকজন পর্যটকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে ওড়িশারই একাধিক হাসপাতালে।
গত সোমবার, উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে ৭৭ জন যাত্রী নিয়ে রওনা দেয় বাসটি। গন্তব্য ছিল দক্ষিণ ভারত। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে, ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার পথে, গঞ্জাম-কান্ধামাল সীমানায় কলিঙ্গঘাট এলাকায় উল্টে যায় বাসটি।
সেই সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেহেরামপুর হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এ ছাড়াও আহত হন ৪২ জন। রাতেই খবর আসে উদয়নারায়ণপুর থানায়। সেখান থেকেই খবর পান গ্রামবাসীরা। এতজনকে হারিয়ে গোটা গ্রাম শোকস্তব্ধ।