(Source: ECI/ABP News/ABP Majha)
TMC Meeting: পঞ্চায়েতের আগে জেলার দায়িত্বে পুরনো নেতারা, পর্যবেক্ষক মডেল ফিরল তৃণমূলে
পঞ্চায়েতের আগে ভরসার জায়গায় সেই পুরনো নেতারা। বিভিন্ন জেলার দায়িত্বে ফিরহাদ হাকিম-অরূপ বিশ্বাস-মলয় ঘটক-তাপস রায়
কলকাতা: পর্যবেক্ষক মডেল ফিরল তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েতের আগে বিভিন্ন জেলার দায়িত্বে পুরনো নেতারা। পঞ্চায়েতের আগে ভরসার জায়গায় সেই পুরনো নেতারা। বিভিন্ন জেলার দায়িত্বে ফিরহাদ হাকিম-অরূপ বিশ্বাস-মলয় ঘটক-তাপস রায়।
পর্যবেক্ষক মডেল ফিরল: দার্জিলিং-বর্ধমানের সঙ্গে অরূপ বিশ্বাসকে নদিয়ার দায়িত্ব। হাওড়া-হুগলি-উত্তর দিনাজপুরের দায়িত্বে ফিরহাদ হাকিম। মলয় ঘটককে বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম বর্ধমানের দায়িত্ব। দক্ষিণ দিনাজপুরে তাপস রায়, পশ্চিম মেদিনীপুরে মানস ভুঁইয়া। বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লা চৌধুরীকে বাড়তি দায়িত্ব মুর্শিদাবাদ-মালদায়। ব্রাত্য বসুকে দেওয়া হল শিক্ষা সেলের দায়িত্ব। দলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। পঞ্চায়েতের আগে তৈরি হবে জেলাওয়াড়ি কমিটি। সূত্রের খবর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বলেন, দুর্নীতিকে সমর্থন নয়, বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের। তবে এজন্য ৯০ শতাংশ দায়ী কোঅর্ডিনেশন কমিটি, বলেন তৃণমূলনেত্রী।
এদিনের বৈঠকে ঠিক হয়েছে, প্রতি শুক্রবার, বিভিন্ন জেলার নেতৃত্বের সঙ্গে কালীঘাটের কার্যালয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুব সংগঠনকে নিয়ে ক্লাস করার জন্য সুব্রত বক্সীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে তৃণমূলনেত্রীর ক্ষোভের মুখে পড়েন বিধায়ক ইদ্রিশ আলি এবং বিদ্য়ুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তৃণমূল সূত্রে খবর, বৈঠকের মধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “ট্রেনে যেতে যেতে দল এবং আমার বিরুদ্ধে কী বলো আমি জানি। আমার কাছে খবর আসে।’’
পঞ্চায়েতের আগেই নজরে লোকসভা ভোট। বিরোধীদের টার্গেট মোদি সরকারকে ক্ষমতা থেকে সরানো। তবে শুক্রবার কালীঘাটে গুরুত্বপূর্ণ স্ট্র্য়াটেজি বৈঠকের পর তৃণমূলের নিশানায় কার্যত রইল শুধুই কংগ্রেস।সাংবাদিক বৈঠকের ছত্রে ছত্রে সরাসরি আক্রমণ করা হল কংগ্রেসকে। রাহুল গাঁধীর দলকে বিগ বস বলেও কটাক্ষ করলেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। গত কয়েকদিন ধরেই সংসদ চত্বরে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠক কিংবা বিক্ষোভে অংশ নিচ্ছে না তৃণমূল। মোদি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের এককাট্টা কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলের সদস্য়দের। বরং কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে, আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে তারা। আগামীদিনেও যে তাদের এই অবস্থান জারি থাকবে শুক্রবারের স্ট্র্য়াটেজি বৈঠকের পর তা স্পষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে ফের কংগ্রেস-সিপিএম-বিজেপি আঁতাঁতের অভিযোগে সুর চড়ালেন তাঁরা।
আরও পড়ুন: Mamata-Akhilesh Meet: 'গণতন্ত্র বাঁচাতে একজোট হতে হবে,' মমতার সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশের