Mamata Banerjee: দলে দুর্নীতির কথা মেনে নিলেন মমতা? 'ধানে পোকা লাগা'র মন্তব্যে বিতর্ক
'যদি পোকা জন্মে থাকে তাকে সতর্ক করতে হবে, সময় দিতে হবে। সংশোধন না করলে আমাদের অন্য কিছু ভাবতে হবে'। সোমবার নজরুল মঞ্চের সভা থেতে বার্তা মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: 'ধানের একটা পোকা, গোটা ধানটাই নষ্ট করতে পারে। সময় থাকতে পোকাকে নির্মূল না করলে গোটা ধানটাই পোকা নষ্ট করতে পারে'। দুর্নীতি ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 'যদি পোকা জন্মে থাকে তাকে সতর্ক করতে হবে, সময় দিতে হবে। সংশোধন না করলে আমাদের অন্য কিছু ভাবতে হবে'। সোমবার নজরুল মঞ্চের সভা থেতে বার্তা মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পাশাপাশি এ দিন নজরুল মঞ্চ থেকে বাম-বিজেপিকে একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখন রাম-বাম এখন সব এক হয়ে গিয়েছে। আমি কোনওদিন সরাসরি বিজেপি করিনি। বিজেপির মতাদর্শ একটা ধর্মকে ভিত্তি করে। আজ ইতিহাস, ভূগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা বদলে দেওয়া হচ্ছে'।
ধানে পোকা লাগার, কথা বলে কি কার্যত দলে দুর্নীতির (Corruption) কথা মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই সঙ্গে, দলীয় নেতা-কর্মীদের দিলেন কড়া হুঁশিয়ারি। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে এভাবেই কী এভাবেই দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করলেন তৃণমূল নেত্রী?
সম্প্রতি, নিয়োগ দুর্নীতি থেকে পঞ্চায়েতে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি থেকে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই অবস্থায়, সম্প্রতি নিষ্ক্রিয়তা-সহ বিভিন্ন অভিযোগ ওঠায় একাধিক পঞ্চায়েতের প্রধানকে সরিয়ে দিয়েছে তৃণমূল।
দুর্নীতি ও বিপুল বেনামি সম্পত্তি থাকার অভিযোগে, অপসারিত হয়েছেন তমলুকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলি। যাঁকে পরে গ্রেফতার করেছে পুলিশ।এই প্রেক্ষাপটে, রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে শোনা গেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা।
সোমবার, তৃণমূলের কর্মী-সভায় একই সুর শোনা গেল তৃণমূল নেত্রীর গলাতেও। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে। যাতে পোকা না জন্মায়। আর যদি, পোকা জন্মে থাকলে তাকে সতর্ক করতে হবে, সময় দিতে হবে, দিয়ে বলতে হবে, তুমি হয় নিজেকে সংশোধন করো, আর তা না হলে আমাদের অন্যকিছু ভাবতে হবে। আমিও কিন্তু দলের ঊর্ধ্বে নই, আমিও কিন্তু মানুষের ঊর্ধ্বে নই।
পঞ্চায়েত ভোটের আগে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে যখন হাতিয়ার করছে বিরোধীরা, তখন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল?
আরও পড়ুন: Enforcement Directorate: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে বাগদার রঞ্জন ও কাঁথির তাপস