Operation Sindoor Live Updates: পাকিস্তানকে পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের, সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর'
Operation Sindoor India Strike: পাকিস্তানকে পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের, সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর'। রাতের অন্ধকারে গর্জাল রাফাল, পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

Background
কলকাতা: পাকিস্তানে ঢকে সন্ত্রাসের শিকড়ে আঘাত হানল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে চলল স্ট্রাইক। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের গোপন ঘাঁটিগুলিকে চিহ্নিত করে, গুঁড়িয়ে দেওয়া হল। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট বোমার সহযোগে ভারতের তিন বাহিনী পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিল। কী ভাবে জঙ্গিঘাঁটিগুলিকে শনাক্ত করা হল, সেখানে কী কী হতো, তার খুঁটিনাটিও প্রকাশ করল ভারতীয় সেনা। (Operation Sindoor)
মঙ্গল-বুধ রাত ১.০৫ থেকে ১.৩০টার মধ্যে, মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনা। এই অভিযানের নাম রাখা হয় Operation Sindoor. ভারতীয় সেনা জানিয়েছে, জঙ্গিদের ন'টি ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত তিন দশক ধরে সেখানে সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছিল। ওই ঘাঁটিগুলিকে সেগুলিকে ব্যবহার করেই জঙ্গি নিয়োগ করা হতো, তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের লঞ্চপ্যাড ছিল সেগুলি। (India Strikes in Pakistan)
পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত ছিল জঙ্গিঘাঁটিগুলি। সেনাবাহিনী বেশ কিছু জঙ্গিঘাঁটিকে শনাক্ত করে--- ১) সাওয়াই নালা, ২) সৈয়দ না বিলাল, ৩) মসকর-ই-আকসা, ৪)চেলাবন্দি, ৫) আবদুল্লা বিন মাসুদ, ৬) দুলাই, ৭) গরহি হাবিবুল্লা, ৮) বতরসি, ৯) বালাকোট, ১০) ওঘি, ১১) বোই, ১২) সেনসা, ১৩) গুলপুর, ১৪) কোটলি, ১৫) বরালি, ১৬) দুংগি, ১৭) বরনালা, ১৮) মেহমুনা জোয়া, ১৯) সরজল, ২০) মুরিদকে, ২১) বাহওয়ালপুর।
গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্য থেকেই শিবিরগুলিকে চিহ্নিত করা হয়। সেগুলি যাতে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া যায় এবং নিরীহ নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয়, তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে সেনা।
অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে Operation Sindoor অভিযান চালিয়েছে ভারত। এবার দেশের বিভিন্ন প্রান্তে শুরু হল মক ড্রিল। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে, পঞ্জাব মক ড্রিল চলছে। সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা নিয়ে বৈঠকে অমিত শাহ। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, লাদাখের সঙ্গে বৈঠক। রাজ্যের DGP, মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে শাহ। লাদাখ, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরও হাজির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। Operation Sindoor নিয়ে আলোচনা।
Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘাতের মেজাজ আরও তীব্র হওয়ায়, বন্দি জওয়ানের মুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের
২ সপ্তাহ পার। এখনও পাক-কব্জায় রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘাতের মেজাজ আরও তীব্র হওয়ায়, বন্দি জওয়ানের মুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের। অন্যদিকে, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরকে উপযুক্ত বদলা হিসেবেই দেখছে তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবার।
Operation Sindoor: ২৫ মিনিটের অপারেশন
মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের অন্ধকারে গর্জাল রাফাল, সুখোই। ২৫ মিনিটের নিখুঁত অপারেশন। নিরাপদে ফিরলেন সবাই।






















