Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর গ্রেফতারিতে একজোট বিরোধী শিবির, সমালোচনায় বামেরা, নিন্দায় সরব বিজেপি
West Bengal News: সকালে গ্রেফতার, বিকেলেই জামিন। মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায়, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার বিকেলেই কৌস্তভকে জামিন দিল ব্য়াঙ্কশাল কোর্ট।
কলকাতা: কংগ্রেস নেতা (Congress Leader) কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) গ্রেফতারির ঘটনায় ফের একজোট হল বিরোধী শিবির। গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হল সিপিএম (CPIM) । গ্রেফতারির নিন্দা করল বিজেপি-ও। বিরোধীদের এককাট্টা আক্রমণের মুখে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
ফের একজোট হল বিরোধী শিবির: সকালে গ্রেফতার, বিকেলেই জামিন। মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায়, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, আদালতে তাদের কোনও যুক্তি ধোপে টিকল না। শনিবার বিকেলেই কৌস্তভকে জামিন দিল ব্য়াঙ্কশাল কোর্ট। তবে তার মধ্য়েই প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস।আর পাশে দাঁড়াল সিপিএম। আর এভাবেই কৌস্তভ বাগচীর গ্রেফতারি ফের একজোট করল বাম-কংগ্রেসকে। ফলে বঙ্গ রাজনীতি কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেল। একদিকে তৃণমূল, একদিকে সিপিএম-কংগ্রেস।
বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রী অধীর চৌধুরীকে ব্য়ক্তিগত আক্রমণ করার ২৪ ঘণ্টা পরই, পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি গ্রেফতার হওয়ার পর, তৃণমূল সরকারের নিন্দায় গর্জে ওঠেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কৌস্তভের গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে নামে কংগ্রেস। মুর্শিদাবাদের একাধিক জায়গায় মিছিল করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। বেহালা থেকে হাওড়া, শিলিগুড়ি থেকে আসানসোল, মালদাতেও কৌস্তভের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
যদিও, তৃণমূল এসবে গুরুত্ব দিতে চায়নি। সদ্য় বামেদের সমর্থনে সাগরদিঘিতে জিতেছে কংগ্রেস। এবার তরুণ কংগ্রেস নেতা কৌস্তভের গ্রেফতারির ঘটনাতেও কংগ্রেসের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছে বামেরা। কৌস্তভ যেদিন গ্রেফতার হয়েছেন, সেদিনই ৪১দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। কৌস্তভের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। অন্য়দিকে, কংগ্রেস নেতার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে বিজেপি-ও। বিজেপি সাংসদ বিজেপি খাঁ বলেন, “যেভাবে অ্য়ারেস্ট করেছে, তাতে সবাইকে একজোট হতে হবে।’’কিন্তু দিনের শেষে পুলিশের কোনও যুক্তিই ধোপে টিকল না।মুখ পুড়ল পুলিশের।অস্বস্তিতে পড়ল তৃণমূল। জামিন পেলেন কৌস্তভ বাগচী।
আরও পড়ুন: Dumdum: গভীর রাতে যাত্রী সেজে অ্যাপ-বাইক ছিনতাই, গ্রেফতার অভিযুক্ত