Suvendu Adhikari: 'শাহজাহানের মতো মুসলিম চান? জামালের মতো?' শুভেন্দুর তীব্র সমালোচনা পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষকের
Suvendu Adhikari Comment on Muslim: শুভেন্দু অধিকারীর বক্তব্য়ের কড়া সমালোচনা করলেন পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ মাসুম আখতার। যাঁকে একদা খোদ শুভেন্দুই রাষ্ট্রবাদী আখ্য়া দিয়েছিলেন।
কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দু-বছর আগেও তাঁর নাম নিয়ে মঞ্চ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবার সেই বিরোধী দলনেতারই একের পর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন পদ্মশ্রী প্রাপক শিক্ষক মাসুম আখতার। শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে ভিন্নমত বিজেপিতেও।
আগের দিন দলীয় মিটিংয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, 'আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন 'সবকা সাথ, সবকা বিকাশ'। আর বলব না। বলব... 'যো হামারি সাথ, হাম উনকা সাথ'।' কার্যত মোদির স্লোগান বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই এদিন তীব্র সমালোচনা করবেন শিক্ষক কাজি মাসুম আখতার। তিনি বলেন, 'রাষ্ট্রবাদী মুসলিম চান না, তাহলে কি শাহজাহানের মতো মুসলিম চান? জাহাঙ্গিরের মতো? জামালের মতো? সাদ্দামের মতো?'
এভাবেই শুভেন্দু অধিকারীর বক্তব্য়ের কড়া সমালোচনা করলেন পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ মাসুম আখতার। যাঁকে একদা খোদ শুভেন্দুই রাষ্ট্রবাদী আখ্য়া দিয়েছিলেন। ২০২২ সালের একটি সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, '...সংখ্যালঘু মুসলিমদেরও হিত আমি মাসুম আখতারদের মতো যারা রাষ্ট্রবাদী মুসলিম, তাঁদেরকেও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।'
এদিন পদ্মশ্রীপ্রাপক শিক্ষক কাজি মাসুম আখতারের প্রশ্ন, 'যে রাষ্ট্রবাদী মুসলমান চাই না, এটা মানে কী? রাষ্ট্রবাদী মুসলমান কি বিজেপি হতে হবে? বিজেপি সমান রাষ্ট্রবাদী? এটা কী ভাষা হল? আমার কীসের প্রমাণ দিতে হবে? বিজেপি করে প্রমাণ দিতে হবে আমি রাষ্ট্রবাদী? মুসলমানদের ভোট পায়নি? না বিজেপি মুসলমানদের ভোট চায়নি? এই কথা বলে ৯৫ ভাগ মুসলমান তৃণমূলকে ভোট দিয়েছে। উনি কি ১০০ শতাংশ করতে চাইলেন?'
এই বিতর্কের মধ্য়েই বঙ্গ বিজেপির কেউ শুভেন্দু অধিকারীর মন্তব্য়ের পাশে দাঁড়িয়েছেন, কেউ বিরোধিতা করেছেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'মাননীয় বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন, তিনি তার ব্যাখ্যা ইতিমধ্যে দিয়েছেন। পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমি মনে করি, অনুপ্রবেশ, প্রান্তিক মুসলিমদের দুরাবস্থা, মুসলিম বুদ্ধিজীবীদের নীরবতা এবং তার পাশাপাশি এই রাজ্যে মাননীয় পুরমন্ত্রী আর ইসলাম ব্যাতিত অন্যান্য ধর্মের জন্মসূত্রে, যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাঁদের দুর্ভাগা বলা এবং প্রচ্ছন্নভাবে ধর্মান্তকরণে উৎসাহিত করা। আমি মনে করি এগুলি অনেক বেশি এই মুহূর্তে প্রাসঙ্গিক।' শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা বলেন, 'শুভেন্দু অধিকারী কিছু একটা বলে ফেলেছেন, পার্টির লাইন এক চুল পাল্টাবে না।' বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য, 'অবশ্য়ই দুঃখ হয়, যখন দেখা যায় যে যাঁদের জন্য় আমরা করি বিভিন্ন জায়গাতে, তাঁরা সেইভাবে সাড়া দেয় না। কিন্তু আমাদের সরকার, দল আর সরকারকে এক করলে তো হবে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন, প্রবল আতঙ্ক