![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pallavi Dey Death: পল্লবীর লিভ ইন পার্টনার ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের
Actress Pallavi Dey Death: লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ। গড়ফা থানায় অভিযোগ জানাল পল্লবীর পরিবার।
![Pallavi Dey Death: পল্লবীর লিভ ইন পার্টনার ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের Pallabi Dey Death Live in Partner Sagnik friend Oindrila Murder FIR against them Pallavi Dey Death: পল্লবীর লিভ ইন পার্টনার ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/16/cd13d9c8d9b77e461c1eea88d6828e9b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey)-র রহস্যমৃত্যু। গড়ফা থানায় (Garfa Police Station) অভিযোগ দায়ের পল্লবীর পরিবারের। লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ। গড়ফা থানায় অভিযোগ জানাল পল্লবীর পরিবার।
পরিবারের তরফে কী বলা হয়েছে?
- ‘কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক’
- ‘রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী’
- ‘বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক’
- ‘তারপর থেকে পল্লবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সাগ্নিক’
- ‘লিভ ইন পার্টনার সাগ্নিকের সঙ্গে একাধিক জয়েন্ট অ্যাকাউন্ট ছিল পল্লবীর’
- ‘প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের’
- ‘পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক’
- ‘সাগ্নিক ও তাঁর বাবার নামে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয় নিউটাউনে’
- ‘দামি গাড়িও কেনেন সাগ্নিক’
- ‘ফ্ল্যাট ও গাড়ি কেনায় বড় অঙ্কের টাকা দিয়েছিলেন পল্লবী’
- ‘সম্প্রতি আর্থিক সমস্যায় ভুগছিলেন পল্লবী’
- ‘সাগ্নিকের সঙ্গে অশান্তি চরমে উঠত অভিনেত্রীর’
সাগ্নিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়েরের ভাবনা পরিবারের। অভিনেত্রীর মাসির কথায়, 'সব সম্পর্কের মতোই ওদেরও ঝগড়া হত। ওদের বাড়িতে যিনি পরিচারিকার কাজ করতেন তিনিই এসে বলতেন যে ওদের খুব ঝগড়া হয়। সম্প্রতি শুনতাম যে সাগ্নিকের অফিসের সহকর্মীরা বাড়িতে আসত। সেই নিয়েও ওদের ঝগড়া হত। ফ্ল্যাটের নিচের লোকজনও বাড়িতে এত পুরুষ আসা নিয়ে আপত্তি তুলেছিল।' একইসঙ্গে তাঁর দাবি, 'ও আত্মহত্যা করতে পারে না। ওকে প্ল্যান করে কেউ মেরে ফেলেছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)