Panagarh Incident Update: 'লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডারটা নেবে কে', প্রশ্ন পানাগড়কাণ্ডে নিহত তরুণীর মায়ের
Crime News: পুলিশের তরফে সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে। পুলিশের দাবি, সাদা গাড়িটি আগে রয়েছে। পিছনে সুতন্দ্রার গাড়ি।

চন্দননগর : 'গাড়ির রেষারেষি নয়, মত্ত যুবকদের অশালীন আচরণ আর গাড়ির ধাক্কাতেই মেয়ের মৃত্যু হয়েছে।' পুুলিশের তত্ত্ব খারিজ করলেন পানাগড়ে গাড়ি উল্টে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। প্রশ্ন তুললেন, এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। 'আমার মেয়ের গাড়ি চালক রেষারেষি করবে না। ওরা ধাওয়া করাতেই এই ঘটনা ঘটেছে। পরের পর মদের দোকান খুলছে, মত্ত দুষ্কৃতীদের দাপট তো বাড়বেই। কন্যাশ্রী আছে, কিন্তু কন্যারাই থাকছে না। লক্ষ্মীর ভাণ্ডার কাদের জন্য ?' চন্দননগরের বাড়িতে বসে প্রশ্ন তুললেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। 'আমার মেয়ে ছিল পরিবারের একমাত্র রোজগেরে, ওর ওপর নির্ভরশীল আমি, আমার মা ও শাশুড়ি। আমার পরিবারটা তো ভেসে গেল, এর দায় কে নেবে?' প্রশ্ন সন্তানহারা মায়ের।
সুতন্দ্রার মা-কে এবিপি আনন্দর প্রতিনিধি প্রশ্ন করেন, ইভটিজিং হয়নি বলে দাবি করা হচ্ছে। আপনি এটা বিশ্বাস করেন ? উত্তরে সুতন্দ্রার মা বলেন, "ইভিটিজিং যদি না হয়ে থাকে, তাহলে সেই গাড়িতে যখন মদের বোতল, মদের গ্লাস পাওয়া গেল...তাহলে সেখানে ইভটিজিং হয়নি ? অবশ্যই ইভটিজিং হয়েছে এবং বারবার গাড়িটিকে ড্যাশ করে করে ধারে সরানো হয়েছে। কী কারণে ? যদি ইভটিজিং না-ই হবে তাহলে তারা পালিয়ে গেল কেন ?"
তাঁকে প্রশ্ন করা হয়, সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের সকালে ক্যামেরার সামনে যে বয়ান, পরবর্তীকাল পুলিশের বয়ান হচ্ছে যে, তারা লিখিতভাবে জানায়নি। তারপরে তাদের যখন ছাড়া হয়, তাদের মধ্যে অনেকে কোনও মন্তব্য করতেও চাইছে না। এই পুরো পরিস্থিতি দেখে আপনার কী সন্দেহ হচ্ছে ?
এ প্রশ্নের উত্তরে সুতন্দ্রার মায়ের বক্তব্য, "পুরো পরিস্থিতিটা পুলিশের জন্যই তাহলে চেঞ্জ হয়েছে। আমি তো চেঞ্জ করছি না। চেঞ্জ হবে কেন কথাটা ? নিশ্চয়ই কোনও অশুভ শক্তি চাপ সৃষ্টি করছে। তাই বয়ান চেঞ্জ হচ্ছে।"
পুলিশের তরফে সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে। পুলিশের দাবি, সাদা গাড়িটি আগে রয়েছে। পিছনে সুতন্দ্রার গাড়ি।
এনিয়ে নিহত তরুণীর মা বলেন, "সাদা গাড়িটি তো আগে বারবার যাচ্ছিল, তাদের গাড়িটাকে এসকর্ট করার জন্য। যাতে তাদের গাড়িটি আটকে আমার মেয়েটাকে নামিয়ে নিতে পারে। আমাদের ড্রাইভার সাহেবও সেই বয়ানই দিয়েছেন। ড্রাইভার আমার খুব পরিচিত। এবং ওঁর সঙ্গে প্রচুরবার প্রচুর জায়গায় গেছি। রেষারেষি করার মতো ড্রাইভার নন। আমার মেয়ে অনেকদিন ধরে বাইরে প্রোগ্রাম করে আসছে। সেখানে সে সেফ। কিন্তু, নিজের পশ্চিমবঙ্গে সে সেফ নয়। নিজের পশ্চিমবঙ্গে একটা এনএইচের উপরে এভাবে...সেখানে কোনও পুলিশি পাহারাদারি নেই কেন ? আজ আবগারি দফতর থেকে এত টাকার আয় হচ্ছে বলে মদটা আমি ওপেন করে দিচ্ছি। তাহলে আমরা যে হাজার টাকার করে কন্যাশ্রী দেব, কন্যারাই তো নেই। কন্যারাই তো মরে যাচ্ছে, কন্যাশ্রীটা নেবে কে ? লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডারটা নেবে কে ? লক্ষ্মীদেরই মেরে দিচ্ছে, এদিকে দেখাচ্ছে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। লাভটা কী আমার ? কন্যারা সেফ নয়, কন্যাশ্রী দেব কাকে আমি ? শ্রী দেওয়ার দরকার নেই। শ্রী দেওয়া মানে তাকে সম্মান করা। আগে কন্যাদের, লক্ষ্মীদের সম্মান করা শেখাক।"






















