Panchayat Election 2023:বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে', নন্দীগ্রামে বললেন শুভেন্দু
Panchayat Election 2023 Updates: জেলা থেকে শহর, দিনভর আজ নজরে থাকবে কোন কোন খবর? সব খবর, সবার আগে... নজর রাখুন এবিপি লাইভ বাংলায়।
LIVE
Background
কলকাতা: দাঁতনে মহিলা বিজেপি প্রার্থীকে বাঁশ দিয়ে মারধর। বিজেপি প্রার্থীর স্বামী ও ছেলেকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ হাতে মারধরের ছবি ভাইরাল। ভিডিওয় প্রমাণিত হয়নি তৃণমূলই করেছে। পাল্টা বক্তব্য স্থানীয় তৃণমূল বিধায়কের। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই, কখনও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বিরোধী প্রার্থীদের বাড়ি ভাঙচুর, বাড়িতে সাদা কাপড়ের থান পাঠিয়ে হুমকির পর এবার, বাঁশ দিয়ে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী-পুত্রকেও বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। যদিও, বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। পঞ্চায়েত ভোটের দিন যত এগোচ্ছে, ততই বিরোধীদের ওপর নেমে আসছে আক্রমণ। সবক্ষেত্রেই অভিযোগ উঠছে শাসকদলের দিকে। যদিও, তারা অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে, বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী সহ ৫ জন। পুলিশ সূত্রে দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁদের। উদ্ধার হয়েছে ২ ড্রাম ভর্তি তাজা বোমা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় বোমা বিস্ফোরণ! বোমাবাজি! বোমা উদ্ধার! কোথাও আবার বিরোধী দলের প্রার্থীকে মিথ্য়া মামলায় ফাঁসানোর অভিযোগ! বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে শুক্রবার ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই তালিকায় আছেন, হাসন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী ওয়াসেফ রহমান ওরফে চমৎকার শেখ। পুলিশের দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় জোট প্রার্থী-সহ অন্যদের।
শুক্রবার রাতে মাড়গ্রামের বাহিরগোড়া গ্রামে অভিযান চালিয়ে ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোচবিহারে দিনহাটায় খুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আসাদুল মিঞার বাড়ির সামনে এদিন সকালে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, এই গ্রাম পঞ্চায়েতেরই বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী সাজিদা
বেওয়ার বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিতাইয়ে আবার বোমা বাঁধতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বোমা তৈরির সরঞ্জাম।
পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থী গ্রেফতারের পর বীরভূমের মাড়গ্রামে বোমা
উদ্ধারের ঘটনায়, গ্রেফতার হলেন বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী সহ ৫ জন। পরের পর ঘটনায় বিরোধীরা প্রশ্ন তুলছেন, এবার কি মিথ্যা মামলায় ফাঁসানোর নতুন কৌশল নেওয়া হচ্ছে? নজরে পঞ্চায়েত নির্বাচন.. জেলা থেকে শহর, দিনভর আজ নজরে থাকবে কোন কোন খবর? সব খবর, সবার আগে... নজর রাখুন এবিপি লাইভ বাংলায়।
Panchayat Election Live 2023:প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী
প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী। চন্দ্রকোনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী। তৃণমূলের নির্দেশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
Panchayat Election 2023:কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি
Panchayat Election Live 2023:সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রীর স্ত্রী
সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রীর স্ত্রী। এই পঞ্চায়েতের ১০১ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরার স্ত্রী নমিতা দাস হাজরা। মন্ত্রী-জায়ার দাবি, ইতিমধ্যেই তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দিয়েছেন বিডিও।
Panchayat Election 2023:বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে', নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী।
বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে', নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী।
Panchayat Election Live 2023: ৭৫ বছর বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি প্রার্থী উমারানি মিশ্রর
নথিপত্রের হিসেবমতো তাঁর বয়স ৭৫ বছর। যদিও বৃদ্ধার দাবি, চার কুড়ি পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী? এই বয়সেও পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পিছপা নন উমারানি মিশ্র । বিজেপির পতাকা হাতে ভোটে দাঁড়াচ্ছেন।