Panchayat Election 2023: টিকিট নিয়ে ঘোর বিবাদ! দিকে দিকে 'দ্বন্দ্ব' তৃণমূলের অন্দরেই
TMC:টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে উঠেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কোথাও অফিস ভাঙচুর, কখনও রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ-বাদ যায়নি কিছু।

সমীরণ পাল, রাজা চট্টোপাধ্য়ায় ও করুণাময় সিংহ: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে ধুন্ধুমার। শুধু বিরোধীদের সঙ্গে সংঘাতই নয়। বারবার শিরোনামে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবিও। কোথাও টিকিটের দাবি ঘিরে দলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। কখনও আবার ভাঙচুর-মারপিট। জলপাইগুড়ি থেকে হরিশ্চন্দ্রপুর, দত্তপুকুর থেকে গাজোল। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই, টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে উঠেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কোথাও অফিস ভাঙচুর, কখনও রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ-বাদ যায়নি কিছু। দলের টিকিট বিলি নিয়ে অভিযোগ তুলে কোচবিহারে দল ছাড়ার ঘটনাও ঘটেছে।
কোথায় কোথায় 'দ্বন্দ্ব':
গাজোল: পার্টি অফিস ভাঙচুর
হরিশ্চন্দ্রপুর: আগুন জ্বালিয়ে প্রতিবাদ
দত্তপুকুর: আক্রান্ত তৃণমূল নেতার পরিবার
জলপাইগুড়ি: তৃণমূল নেতার গাড়ি আটকে বিক্ষোভ
শীতলকুচি: তৃণমূল কর্মীদের মিছিল
দিনহাটা: তৃণমূল থেকে নেতা-কর্মীদের পদত্য়াগ
কোথাও তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চলেছে, কোথাও আবার রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কোথাও তৃণমূলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তার আগেই টিকিট পাওয়াকে কেন্দ্র করে দিকে দিকে তৃণমূলের অন্দরের বিবাদ চরমে উঠছে।
টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী করার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। টাকার বিনিময়ে অযোগ্যদের প্রার্থী করার অভিযোগে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে বর্তমান তৃণমূল ব্লক সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীদের একাংশ। ক্রান্তি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলমের অভিযোগ, 'ব্লক প্রেসিডেন্ট যেভাবে যেভাবে কমিউনাল রাজনীতি করছেন, বিজেপির থেকেও ভয়ঙ্কর। এতে আগামীদিনে মানুষ বিকল্প রাস্তা খুঁজে নেবে।' পাল্টা ক্রান্তি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহাদেব রায় বলেন, 'প্রার্থী কে ঠিক করবে, উচ্চ নেতৃ্ত্ব। আলোচনা করলে দলের মধ্য়েই করতে পারতেন।'
টিকিট নিয়ে বিবাদের জেরে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলাকাটায় তাণ্ডব চলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির বাড়িতে। ওই নেতা, তাঁর ২ ভাই ও বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। বাড়ি-গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
ছবিটা একই মালদাতেও। পঞ্চায়েত ভোটের টিকিট ঘিরে সামনে এসেছে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব। গাজোলে যুব তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁদের টিকিট দিচ্ছেন না তৃণমূলের ব্লক সভাপতি দীনেশ টুডু। এই অভিযোগে, শনিবার রাতে, গাজোলে তৃণমূলের ব্লক অফিসে তাণ্ডব চালায় যুব তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতি দীনেশ টুডুর দাবি, 'দলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি। যারা করেছে, ব্লকের যুব সভাপতির নেতৃত্বে। নেশাগ্রস্ত অবস্থায়। এটা আমাদের কালচার নয়। জেলা কমিটি দেখছে। প্রার্থী সিলেকশন এবার অন্য়ভাবে হচ্ছে। আভ্য়ন্তরীন বিষয়।' হরিশ্চন্দ্রপুরের কুশিদাতেও টিকিট নিয়ে শাসকদলের অন্দরে চূড়ান্ত বিবাদ দেখা গিয়েছে। এক নেতার টিকিট পাওয়ার বিরোধিতা করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অন্যপক্ষ।
ঘটনাগুলি অবশ্য বিচ্ছিন্ন হিসেবেই দেখছে তৃণমূল নেতৃত্ব। দলের কোনওরকম অন্তর্দ্বন্দ্বের কথা মানতে নারাজ তারা। উল্টোদিকে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষবাণ ছুড়েছে বিজেপি।
আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?






















