Park Street: সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পার্কস্ট্রিট থানার SI
Kolkata News: শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন ওই থানারই মহিলা সিভিক ভলান্টিয়ার।
কলকাতা: পার্কস্ট্রিট থানার মধ্যেই মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ। ক্লোজ করার পর অভিযুক্ত SI-কে গ্রেফতার করল পুলিশ। বিভাগীয় তদন্তের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত SI অভিষেক রায়কে। পুজোর উপহার দেওয়ার অছিলায় শ্লীলতাহানির অভিযোগ।
আর জি কর-কাণ্ড থেকে জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ। পুলিশের দিকে বারবার উঠছে অভিযোগের আঙুল। আর এবার সেই পুলিশের বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির অভিযোগ। সেটাও আবার থানার ভিতরে। তার ওপর খাস কলকাতায়। শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন ওই থানারই মহিলা সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাত ৯ টায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিণী। সূত্রের খবর অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, রাত ১ টা ১০ মিনিট নাগাদ থানার ৪ তলার রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান SI. পুজোর উপহার দেন সালোয়ার কামিজ। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। মহিলার দাবি, ওই সময় মত্ত অবস্থায় ছিলেন পার্কস্ট্রিট থানার এসআই।
এখানেই শেষ নয়, মহিলা সিভিক ভলান্টিয়ারের আরও বিস্ফোরক অভিযোগ, যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত, সেই থানাই তাঁর অভিযোগ নিতে চায়নি। এমনকী, ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলেও অভিযোগ। পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, স্বরাষ্ট্র দফতর, ডিসি সাউথ ও ওসি পার্কস্ট্রিট কে-ও চিঠি লেখেন অভিযোগকারিণী। অভিযোগকারিণী সিভিক ভলান্টিয়ারের দাবি গত মাসের ২৪ তারিখেও কম্পিউটার রুমে একই ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। সেক্ষেত্রেও অভিযুক্ত ছিলেন ওই SI. পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে ক্লোজ করা হয়েছে অভিযুক্ত আধিকারিককে। পরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
এদিকে নাবালিকার মৃত্যুর পরে আজও থমথমে জয়নগরের মহিষমারি ও কুলতলি। অশান্তি এড়াতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নিরাপত্তা কুলতলি ও জয়নগরে। জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে র্যাফ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ। এখনও ক্ষোভে ফুঁসছে নাবালিকার পরিবার। তাঁর পাড়াতেও শোকের ছায়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।