Parliament Security Breach: বড়বাজারে ঘুপচি ঘরে ভাড়া! কী করতেন ললিত ঝা? খোলসা পড়শিদের
Lalit Jha: সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় এখন পুলিশের স্ক্যানারে রয়েছেন ললিত ঝা। তিনি কলকাতার প্রাণকেন্দ্রে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সংসদে (Parliament Security Breach) স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলার (Bengal Connection) যোগ। ওই ঘটনায় অন্যতম সন্দেহভাজন ললিত ঝা ভাড়া থাকতেন বড়বাজারে। টিভিতে সংসদে স্মোক বম্ব নিয়ে তাণ্ডবের খবর দেখে তাঁকে শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। সংসদ তাণ্ডবে সন্দেহভাজন ললিত ঝা-এর খোঁজ এখনও পাওয়া যায়নি।
কোথায় ভাড়া থাকতেন?
যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির ঠিকানা ২১৮, রবীন্দ্র সরণী। এই বাড়িতেই একতলার একটি ঘরে ভাড়া থাকতেন তিনি। যখন ছিলেন তখন স্থানীয় কিছু বাচ্চাকে পড়াতেন ললিত, তারপর বছর দেড়েক আগে হঠাৎ চলে যান। এখন সেই দরজায় তালা বন্ধ করা হয়েছে।
কী বলছেন স্থানীয় বাসিন্দারা:
স্থানীয় এক বাসিন্দা নীলেশ বলেন, 'এখানে কোণার একটা ঘরে থাকত। ওই ঘরে পড়াত ওই ছেলেটা। বাচ্চারা আসত দেখতাম, বই নিয়ে আসত। জোরে পড়ত শুনতে পেতাম- তাই বুঝেছিলাম যে পড়ান।' কিন্তু ললিত একা থাকতেন কিনা, কারও সঙ্গে কথা বলতেন কিনা তা অবশ্য বলতে পারেননি ওই বাসিন্দা। এবিপি আনন্দের প্রতিনিধি ওই ব্যক্তিকে ললিতের ছবি দেখানোর পর এক দেখাতেই ললিতকে শনাক্ত করেন ওই ব্যক্তি। ওই ললিতই এখানে ছিলেন বলে জানান তিনি।
উঠছে একাধিক প্রশ্ন:
এখানে ভাড়া থাকতেন ললিত ঝা (Lalit Jha)। কিন্তু কীভাবে ভাড়া পেলেন তিনি? কারণ এই বাড়ির মালিক এখন দিল্লিতে থাকেন, ওই বাড়িতে যাঁরা ভাড়া থাকেন তাঁরা অনলাইনে বাড়ির মালিককে টাকা পাঠান। ললিত কার মাধ্য়মে ভাড়া পেয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এখানে থাকার সময় ঠিক কী করতেন তিনি? শুধুই কি গৃহশিক্ষকতা করতেন? না কি অন্য কোনও কাজেও যুক্ত ছিলেন?
বছর দেড়েক আগে তিনি চলে যান, কেন চলে যান? কোথায় গিয়েছিলেন এরপর তা জানা যায়নি এখনও।
এই ললিত ঝা, কলকাতার বাসিন্দা পড়ুয়া নীলাক্ষ আইচকে সংসদের বাইরে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ভিডিও পাঠিয়েছিলেন। নীলাক্ষ বলেছেন, 'আমি তখন কলেজে ছিলাম। কলেজ থেকে বেরনোর পরে হোয়াটসঅ্যাপে দেখি একটি ভিডিও এসেছে। ললিত ঝা পাঠিয়েছিলেন। সংসদের বাইরে রাস্তায় যেটা হয়েছিল, স্মোক টর্চ নিয়ে দাঁড়িয়েছিলেন দুই জন। ওই ভিডিও পাঠিয়েছিল। আমি তখন পুরোটা দেখিনি। তখন জানতামও না সংসদে এমন ঘটে গিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কোথায় হয়েছে, তারপর থেকে কোনও উত্তর পাইনি।' নীলাক্ষর দাবি, এই বছরে এপ্রিলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে একটি অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ললিত ঝা-এর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরিচয়ের সময়ে তাঁকে ললিত বলেছিলেন তিনি কলকাতাতেই থাকেন। যদি সেটা সত্যি হয় তাহলে কি কলকাতাতেই অন্যত্র ভাড়া নিয়েছিলেন ললিত? সেটা হলে, কেন ভাড়া বাড়ি বদলে ফেললেন? প্রশ্ন উঠছে সেখানেও।
আরও পড়ুন: ক্ষমতায় ফিরতে পারেন মোদিই, ইঙ্গিত ফিচ রেটিংয়ে! দৌড়বে অর্থনীতি?