Partha Chatterjee: পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল এইমস, কী রয়েছে রিপোর্টে?
Ed Investigation: পার্থর আইনজীবীকে, ইডির তদন্তকারী অফিসারকে পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।

ভুবনেশ্বর: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস (Aiims)। মেডিক্যাল অফিসার, পার্থর আইনজীবীকে রিপোর্ট দেওয়া হয়েছে। ইডির তদন্তকারী অফিসারকে পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ভর্তি করল না ভুবনেশ্বর এইমস। স্বাস্থ্য পরীক্ষার পরে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে এইমস। পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার প্রয়োজন নেই, আজই ছেড়ে দেওয়া হবে। কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস।
কী কী পরীক্ষা হয়েছে:
প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইসিজি, ইকো, ইউএসজি করা হয়েছে। হার্টের সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন পার্থ।
ভুবনেশ্বর এইমসের প্রাইভেট ওয়ার্ড ওয়ানের ১০ নম্বর বেডে রাখা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। হাসপাতালে পৌঁছনোর পর প্রথমে তাঁকে জরুরি বিভাগে আনা হয়। তাঁর কার্ডিওলজি-সংক্রান্ত নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৪ জনের মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছে। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কিনা জানতে চান চিকিত্সকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান কি না, খেলে কী ওষুধ খান, সবটাই জানতে চাওয়া হয়েছিল।
চলছে তদন্ত:
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধায়ও। এবার সামনে এল আরও একটি তথ্য। রাজ্য়ের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অ্যারেস্ট (arrest) মেমোয় (memo) স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে, এমনটাই খবর ইডি (ED) সূত্রে। শোনা যাচ্ছে, গ্রেফতারির সময় মমতাকে চার বার ফোনে (Call) যোগাযোগের চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্য়ায়। সূত্রের খবর, রাতে এবং দিনে ঠিক কোন সময়ে তৃণমূল মহাসচিব দলনেত্রীকে ফোন করেছিলেন তারই উল্লেখ রয়েছে অ্যারেস্ট মেমোয়, দাবি ইডি সূত্রে। দলীয় সূত্রে খবর, অ্যারেস্ট মেমোয় তৃণমূলনেত্রীর নাম আসায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ৪ বার ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, খবর ইডি সূত্রে






















