Partha Chatterjee : অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি আবাসনের কর্মীর
Partha Chatterjee Update : কোথা থেকে এসেছে এই কাঁড়ি কাঁড়ি টাকা? কাদের যাতায়াত ছিল অর্পিতার এই ফ্ল্যাটে ?
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : একের পর এক চাঞ্চল্যকর খবর আসছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee ) ফ্ল্যাট থেকে। জানা গিয়েছে, অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি। উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। এখন নাকি আর জিজ্ঞাসাবাদে সহযোগিতাও করছেন না পার্থ-অর্পিতা ! জানা যাচ্ছে।
' প্রায়শই আসতেন পার্থ '
কোথা থেকে এসেছে এই কাঁড়ি কাঁড়ি টাকা? কাদের যাতায়াত ছিল অর্পিতার এই ফ্ল্যাটে, এই নিয়ে নানারকম খবর উঠে আসছে। এবিপি আনন্দ-র মুখোমুখি হয়ে অর্পিতার হরিদেবপুরের ফ্ল্যাট কমপ্লেক্সের এক কর্মী জানালেন মাঝ মধ্যেই সেখামে আসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁকে ' গুড মর্নিং ' বলে সৌজন্যও দেখাতেন তাঁরা। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে প্রায়শই আসতেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee ) , দাবি আবাসনের কর্মীর ।
পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ কীভাবে
অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু সৌমেন রায়ের দাবি, বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতার। সেখানে থাকেন মা। বোনের বিয়ে হয়ে গিয়েছে। অর্পিতা মডেলিং করতেন। নাকতলা উদয়ন সঙ্ঘের প্রচারে যুক্ত হন। সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ।
'সহযোগিতা করছেন না অর্পিতা'
২৪ ঘণ্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলছে ইডি-র তল্লাশি। উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে হয়েছে ২১ কোটি। বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ লক্ষ টাকার সোনার গয়না।
ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা।
তদন্তকারীদের নজরে তাঁর আয়ের উত্স। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র।