Partha Chatterjee: আচমকা অভিষেক-প্রশস্তি পার্থর, হাওয়া বুঝেই কি মনবদল!
Abhishek Banerjee: তৃণমূলের শীর্ষ নেতা থাকাকালীন যদিও অভিষেক বিপরীত শিবিরের নেতা হিসেবেই পার্থকে ধরতেন তৃণমূলের একাংশ।
পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচি। তার সূচনায় কোচবিহারে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। তার আগে তৃণমূল সাংসদকে শুভেচ্ছা জানালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Case) জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। অভিষেককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, কর্মসূচির সাফল্য কামনা করলেন তিনি। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে পার্থ বলেন, "অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা, আমরা গাইডিং ফোর্সের নেতা।"
তৃণমূলের শীর্ষ নেতা থাকাকালীন যদিও অভিষেক বিপরীত শিবিরের নেতা হিসেবেই পার্থকে ধরতেন তৃণমূলের একাংশ। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই যে তাঁর আনুগত্য, একাধিক বার তা নিজেও বুঝিয়ে দিতে শোনা গিয়েছিল পার্থকে। বছর খানেক আগে, তখনও গ্রেফতার হননি পার্থ, সেই সময় রাজনৈতিক মহলে যে প্রশ্নটি জোরাল হয়ে উঠেছিল, তা হল, তৃণমূলে মমতার উত্তরসূরি কে?
সেই সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে পার্থকে বলতে শোনা যায়, "অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। তবে মমতাকে সামনে রেখে তুলনা করা যায় না। কে মুখ্যমন্ত্রী হবেন এই মুহূর্তে ভাবতেই পারছিনা। কারণ মমতাই আমাদের মুখ্যমন্ত্রী।" কিন্তু জেলে যাওয়ার পর সেই পার্থই এ বার অভিষেক প্রশস্তিতে মজলেন। তাতেই প্রশ্ন উঠছে যে, ঘাসফুলে হাওয়া বদলের সঙ্গে সঙ্গেই কি মত বদল হল পার্থ চট্টোপাধ্যায়ের?
নিয়োগ দুর্নীতি থেকে গরু-কয়লা পাচারের অভিযোগে যখন জেরবার শাসকদল, সেই সময়, পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রথম, শুধুমাত্র অভিষেককে সামনে রেখে প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল। জনসংযোগ কর্মসূচির জন্য সোমবারই কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক। মঙ্গলবার শুরু করবেন 'তৃণমূলে নব জোয়ার যাত্রা'।
তার আগে, সোমবারই অভিষেককে শুভেচ্ছা জানালেন পার্থ। অভিষেককে দলের 'ড্রাইভিং ফোর্সে'র নেতা বললেন। অভিষেকের কর্মসূচি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, পার্থ বলেন, "সফল হোক। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গ্রাম সফরকে অভিনন্দ জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি।"
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। বিগত ন'মাস মাস ধরে তিনি কখনও জেলে, কখনও কেন্দ্রীয় সংস্থার হেফাজতে। সেই অবস্থায় তাঁর গলায় নতুন সুর। সূত্রের খবর, সোমবার আদালত চত্বরেও ইঙ্গিতপূর্ণ ভাবে পার্থ ঘনিষ্ঠ মহলে বলেন, "অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা, আমরা গাইডিং ফোর্সের নেতা।" তাই অভিষেককে সামনে রেখে তৃণমূল এগোতে চাইছে বুঝেই কি পার্থর সুরবদল, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।