Paschim Bardhaman News: উন্নয়ন তরজা, দলের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের
Paschim Bardhaman Update: ২২ আসনের এই পঞ্চায়েতের ১৪ জন তৃণমূল সদস্য। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বুধবার অন্ডালের বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের বেশ কিছু তৃণমূল সদস্য।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: তৃণমূল পরিচালিত পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) উখরা পঞ্চায়েতে ডামাডোল। উন্নয়ন নিয়ে দলেরই প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন তৃণমূল সদস্যদের একাংশ। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন প্রধান। এই দ্বন্দ্ব নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।
২২ আসনের এই পঞ্চায়েতের ১৪ জন তৃণমূল সদস্য। পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ ও উপপ্রধান সুকান্ত মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে বুধবার অন্ডালের বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের বেশ কিছু তৃণমূল সদস্য।
কী অভিযোগ:
বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, এলাকার উন্নয়নের কাজ নিয়ে চূড়ান্ত দলবাজি করছেন প্রধান ও উপপ্রধান। উখরা গ্রাম পঞ্চায়েতের বিক্ষুব্ধ তৃণমূল সদস্য সারণ সায়গল বলেন, 'জল নেই, রাস্তা নেই, আমাদের এই চোদ্দ জন পঞ্চায়েত সদস্যদের এলাকায় উন্নয়নের কোনও কাজ হচ্ছে না, অথচ প্রধান ও উপপ্রধান নিজের এলাকায় কাজ করছেন।' যদিও তাঁর বিরুদ্ধে ওঠা দলীয় সদস্যদের একাংশের অভিযোগ মানতে চাননি প্রধান। অন্ডালের উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা ঘোষ বলেন, 'যাঁরা অভিযোগ জানাচ্ছেন তাঁরা ষড়যন্ত্র করছেন। উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পর্শে।'
ক্ষোভ কমাতে উদ্য়োগ দলের:
কী সমস্যা। কেন এত ক্ষোভ? তা জানতে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি।
তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মণ্ডল বলেন, 'বিডিওর সঙ্গে কথা বললাম, উনি বলেছেন অনাস্থা আনা হয়েছে, এভাবে অনাস্থা আনা যায় না, ওদের সঙ্গে কথা বলব কী হয়েছে।'
বিজেপির কটাক্ষ:
বিজেপির পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, 'এতে প্রমাণিত হল এতদিন বিজেপি যা বলছিল, এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যরা তাই বলছে।'
অন্ডালের বিডিও জানিয়েছেন, উন্নয়ন নিয়ে কিছু সমস্যার কথা কয়েক জন পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখবেন তিনি।
আরও পড়ুন: হাওড়ায় পরিযায়ী পাখিকে দেখার জন্য ভিড় বাড়ছে গঙ্গাবক্ষে