Howrah: হাওড়ায় পরিযায়ী পাখিকে দেখার জন্য ভিড় বাড়ছে গঙ্গাবক্ষে
Howrah News: পাখিটিকে দিন পনেরো ধরে দেখা যাচ্ছে বলে জানান কিষাণ বাল্মীকি নামে এক বাসিন্দা। ওই এলাকায় এর আগে এই ধরনের পাখিকে কোনোদিন দেখা যায়নি।
সুনীত হালদার, হাওড়া: তীব্র গরমের মধ্যে হাওড়ার গঙ্গায় পরিযায়ী পাখি। নাম কমন পোচার্ড। বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই পাখিটি। আর এটিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে এলাকার লোকজন। খবর বন দফতরে পৌঁছলেও এখনো তা আটকানোর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার কিছু লোকজন জানান পাখিটি দেখতে খুব সুন্দর তাই ধরে পোষার ইচ্ছে আছে। কমন পোচার্ড সাধারণত পরিযায়ী পাখি হিসাবে এদেশে শীতকালে দেখা যায় জলাশয়তে। গঙ্গাতে রামকৃষ্ণপুর ঘাট ও তেলকল ঘাট এলাকায় পাখিটি দিন পনেরো ধরে দেখা যাচ্ছে বলে জানান কিষাণ বাল্মীকি নামে এক বাসিন্দা। ওই এলাকায় এর আগে এই ধরনের পাখিকে কোনোদিন দেখা যায়নি। পাখি বিশেষজ্ঞরা জানান এটি কমন পোচার্ড। ট্রানস হিমালায়ান বার্ড। এদেশে শীতকালে দল বেঁধে আসে। কিন্তু শারীরিক অসুস্থতা অথবা অন্য কোন কারণে হয়ত ফিরে যেতে পারেনি।
হাওড়ায় এর আগেও দেখা গিয়েছিল পরিযায়ী পাখি
প্রকৃতি এবং অতিমারির (COVID Pandemic) রোষেই দিন কাটছে বিগত দু’বছর ধরে। তার মধ্যেই অবাক করা দৃশ্য ধরা পড়েছিল সাঁতরাগাছি (Santragachi)ঝিলে। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে নতুন বছরের শুরুতেই সেখানে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল (Bird Migration)। প্রতি বছরই ঝিলে পাখির সংখ্যা গোনা হয়। তাতেই দেখা গিয়েছে, অন্য বছরের তুলনায় এ বারে পাখির সংখ্যা বেশি। করোনার প্রকোপের মধ্যেও প্রকৃতির এমন কারসাজিতে খুশি পক্ষীপ্রেমীরাও।
ফি বছর শীত পড়তেই হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় জমায় সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে (Howrah News)। সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে হিমালয় পেরিয়ে অথবা পাদদেশ অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে এখানে চলে আসে। এ বছর দেরিতে শীত পড়ায় পরিযায়ী পাখিরা একটু দেরিতেই এসেছে। তবে মাঝে কয়েকদিন বেশ ভাল রকম ঠান্ডা পড়ায় দলে দলে পরিযায়ী পাখিরা এখানে ভিড় জমাতে শুরু করেছে।
প্রকৃতি সংসদের পক্ষ থেকে সাঁতরাগাছি ঝিলে পাখি গণনার কাজ হয়। জানা গিয়েছে, এ বছরে মোট ৬ হাজার ৭৪২ পরিযায়ী পাখি এসেছে। এদের মধ্যে তিনটি ট্রান্স হিমালায়ান প্রজাতির পাখি রয়েছে। তারা হল, লেসার হুইসলিং বার্ড, গাডওয়াল এবং নর্দান পিন্টেল। এদের সংখ্যা যথাক্রমে ৬৬৭৪, ৮ এবং ১। এ ছাড়াও ১১ প্রজাতির পাখি এসেছে। এদের মধ্যে কমন মুরহেন, ব্রোঞ্জ জাকানা, পার্পল হেরন, হোয়াইট ওয়াগটেল, লিটল কর্মরান্ট, গ্রেট ইন্ডিয়ান পন্ড হেরন, হোয়াইট থ্রোটেড কিংফিশার এবং অন্যান্য পাখি রয়েছে।