Paschim Bardhaman News: মমতার সফরের আগে ভাঙন বিজেপি-তে, সদলবলে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের কাউন্সিলর
Asansol News: জয়ের জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতেই মঙ্গলবার আসানসোলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman News) বিজেপি-তে (BJP) ভাঙন। পদ্ম শিবির ছেড়ে, দলবল নিয়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন সুশান্ত মণ্ডল। আসানসোল পুরসভার (Asansol News) ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। সেই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আসানসোলে বিজেপি-তে ভাঙন
চলতি বছরেই উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপি-র কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। সেখানে বিজেপি-র প্রার্থী প্রার্থী অগ্নিমিত্রা পালকে বড় ব্যবধানে হারিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
সেই জয়ের জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতেই মঙ্গলবার আসানসোলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক দু'দিন আগে সেখানে বিজেপি-তে ভাঙন ধরল। পদ্ম শিবির ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সুশান্ত মণ্ডল। রবিবার আসানসোল তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।
আরও পড়ুন: Comeback of ex TMC leaders: দলত্যাগীদের তৃণমূলে ফেরা নিয়ে অপ্রসন্ন প্রসূন
তৃণমূল সূত্রে দাবি, কাউন্সিলরের সঙ্গে আরও ২০০ জন বিজেপি কর্মী সমর্থক শাসক শিবিরে যোগ দিয়েছেন। মলয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজের বাইরে কেউ থাকতে চাইছেন না । সবাই উন্নয়নের সঙ্গে থাকতে চান । তাই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সকলে। প্রায় ২০০ জন তৃণমূলে এলেন বিজেপি ছেড়ে।"
দলবল নিয়ে তৃণমূলে কাউন্সিলর
তবে এই দলবদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "বিজেপির ৭ জন কাউন্সিলরকে ভয় পেয়েছে তৃণমূল। তাই বিজেপি-র জেতা কয়েকটি ওয়ার্ডে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিলর সুশান্ত মণ্ডল অনুভব করেছিল ওঁর ওয়ার্ডে কাজ হবে না। লোভ সামলাতে না পেরে চলে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন লাগু করার জন্য চিঠি পাঠানো হবে।" সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জনসভার আগে দলবদল ঘিরে তরজা তুঙ্গে।