Paschim Bardhaman:গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ, দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য
Body Recovery:জঙ্গলের ভিতর গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশের দাবি, দেহটিতে পচন ধরে গিয়েছিল। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের জঙ্গলে ঘটনাটি ঘটে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জঙ্গলের ভিতর গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশের দাবি, দেহটিতে পচন ধরে গিয়েছিল। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের জঙ্গলে ঘটনাটি ঘটে। খবর জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। কার দেহ, কী ভাবে মৃত্যু, কী ভাবে সেখানে এল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
যা ঘটেছিল...
স্থানীয়রা জানাচ্ছেন, মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকের ওই জঙ্গল থেকে এক ধরনের পচা গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধই সন্দেহ তৈরি করে। জঙ্গলের ভিতরে যেতে নজরে আসে, গাছের ডালে একটি পচাগলা দেহ ঝুলছে। খবর জানাজানি হতে বেশি সময় লাগেনি। এলাকায় দ্রুত পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিশও। স্থানীয় বাসিন্দা অতুল বাগদি বলেন, 'দু'জন গরু চরাতে এসে ঝুলন্ত দেহটি দেখতে পেয়েছিল...দেখে মনে হচ্ছে দু-একদিনের দেহ।' প্রত্যক্ষদর্শীদের কারও কারও মতে, শরীরে পচন এতটাই যে মাংসপিন্ড খসে খসে পড়তে দেখা যায়। তবে কার দেহ এটি? সে তথ্য এখনও জানা যায়নি। আপাতত পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এর আগে, গত নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার তীব্র আলোড়ন তৈরি করেছিল।
জোড়া দেহ উদ্ধার...
গড়বেতার সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পারে, মৃত দুজন জয়পুর থানার বৈতাল এবং কোতুলপুর থানার বাসিন্দা। ঘটনার দিন সকালে, আমশোলের জঙ্গলে হঠাৎই তাঁদের দুজনকে একসঙ্গে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে। কিন্তু কেন এমন ঘটল? আত্মহত্যা নাকি খুন নাকি অন্য কিছু? খবরটি প্রকাশ্য়ে আসতেই প্রশ্ন দেখা দেয় নানা মহলে। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একসঙ্গে জোড়া দেহ উদ্ধারের সেই ঘটনা আলোড়ন ফেলেছিল এলাকাবাসীর মধ্যে। তদন্ত শুরু করে পুলিশ। তবে দুর্গাপুরে যা ঘটল, তাতে এখনও বহু প্রশ্নেরই উত্তর জানা দরকার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:বুথে ভুয়ো পোলিং এজেন্ট! ঘাড়ধাক্কা দিলেন পুলিশ পর্যবেক্ষক