Asansol: আসানসোলে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে প্রকাশ্যে রাস্তায় এক মহিলাকে হেলমেট দিয়ে মার অন্য মহিলার
Asansol: আসানসোলের বার্নপুর রোডে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে প্রকাশ্যে রাস্তায় এক মহিলাকে মারধর অন্য মহিলার। রাস্তায় ফেলে হেলমেট দিয়ে মারধর। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে এলাকায়।
কৌশিক গাঁতাইত, আসানসোল: প্রকাশ্য রাস্তায় হেলমেট দিয়ে এক মহিলাকে বেধড়ক মারধর অন্য এক মহিলার! চুলের মুঠি ধরে টেনে মাটিতে ফেলে দিচ্ছে। রাস্তায় ফেলে পর পর লাথি! তারপর টানতে টানতে নিয়ে যাচ্ছেন পুলিশ ফাঁড়িতে! অন্যদিকে, অন্য এক ব্যক্তিকে এক যুবক কলার ধরে নিয়ে যাচ্ছেন!
পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর রোডে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এমনই ছবি উঠে এল। হেলমেট হাতে থাকা এই মহিলার অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে প্রহৃত মহিলার। বারবার সতর্ক করা সত্ত্বেও সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি তাঁরা। এরপরই ওই মহিলার দাবি, বৃহস্পতিবার সকালে বার্নপুর রোডে এক হোটেল থেকে দু’জনকে হাতনাতে ধরে ফেলেন। তারপরেই শুরু হয় মার।
স্থানীয় সূত্রে খবর, এর আগেও আর এক দফায় মারামারি হয়েছে হোটেলের সামনে। সেখানে থাকা লোকজন মারপিটের সাক্ষী থাকলেও, কেউ এই ঝামেলায় জড়িয়ে পড়তে চাননি।
ওই হোটেলের এক কর্মী জানিয়েছেন, ‘অশান্তি হয়েছে। আজ সকালেই ওই পুরুষ ও মহিলা হোটেলে আসেন। হোটেলের পক্ষ থেকে তাঁদের পরিচয়পত্র নেওয়া হয়েছিল।’
হোটেলের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, ‘হোটেল থেকে বের করা হয় দু’জনকে। তারপরই অশান্তি বেঁধে যায়।’
এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে এলাকায়।
অন্যদিকে, স্টোনচিপস চুরিতে নাম জড়াল বিজেপি বিধায়কের ভাইপোর। যার জেরে পশ্চিম বর্ধমানের কাঁকসায় ধুন্ধুমার। অভিযুক্ত বিজেপি বিধায়ক ও তাঁর ভাইপোকে ঘিরে চলল বিক্ষোভ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
দীর্ঘদিন ধরেই কাঁকসা থেকে বিহারপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সম্প্রতি রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়। সংস্কারের কাজও শুরু করে স্থানীয় পঞ্চায়েত। কিন্তু ঠিকাদার সংস্থার অভিযোগ, অবাধে চুরি হচ্ছে রাস্তা সংস্কারের জন্য আনা একাধিক সামগ্রী। বৃহস্পতিবার স্টোনচিপ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে একটি ভ্যান রিকশা। স্থানীয়দের একাংশের দাবি, চুরির নেপথ্যে রয়েছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো হৃদয়। এরপরই অভিযুক্তকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে ক্ষতিপূরণ বাবদ ঠিকাদার সংস্থাকে ৫০ হাজার টাকার চেক লিখে দেন অভিযুক্ত বিধায়কের ভাইপো।