Jamuria : জামুড়িয়ায় বউভাতের অনুষ্ঠানে হাতাহাতিতে যুবক মৃত্যুর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা
TMC leader Arrested : বউভাতের অনুষ্ঠানে শেষ ব্যাচে খেতে বসাকে কেন্দ্র করে কেটারিং সংস্থার কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে
জামুড়িয়া : জামুড়িয়ায় (Jamuria) বউভাতের অনুষ্ঠানে হাতাহাতিতে যুবক মৃত্যুর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা। ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওই তৃণমূল নেতা (TMC Leader) যদুপতি পালকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। তিনি জামুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। এনিয়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বক্তব্য, "কোনও দল না দেখে গ্রেফতার এই রাজ্যের বৈশিষ্ট্য।"
বউভাতের অনুষ্ঠানে শেষ ব্যাচে খেতে বসাকে কেন্দ্র করে কেটারিং সংস্থার কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয়ে মৃত্যু হয় এক যুবকের। ভয়ঙ্কর এই ঘটনা ঘটে জামুড়িয়ার বাগডিহা গ্রামে।
পরিবার সূত্রে খবর, বর্ধমানের বাসিন্দা ওই যুবক জামুড়িয়ায় পিসির বাড়িতে বউভাতের অনুষ্ঠানে এসেছিলেন। জখম হন ওই পরিবারেরই আরও দুজন । পরিবারের দাবি, কেটারারদের মারেই প্রাণ হারান রবি চৌধুরি নামে বছর ২৯ এর ওই যুবক । পরিবার সূত্রে জানা যায়, বর্ধমান থেকে পিসির বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে এসেছিলেন রবি। অভিযোগ, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সবার শেষে খেতে বসলে খাবার দিতে অস্বীকার করে কেটারিং সংস্থার কর্মীরা। এ নিয়েই বচসার সৃষ্টি হয় ।
অভিযোগ, শেষ ব্যাচে খেতে চাওয়ায় কেটারিং সংস্থার কর্মীরা খাবার দিতে অস্বীকার করে। তা নিয়ে হাতাহাতি বেধে যায়। কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পরিণত হয় । এই সংঘর্ষ থামাতে যান রবি । তাঁকেও মারধর করে কেটারিং-এর কর্মীরা । রবি ছাড়াও ওই পরিবারের আরও দুজন জখম হন। তারপর তিনজনকেই রাতে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয় । শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন রবি । সঙ্গে সঙ্গে তাঁকে আবার ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।