Narayangarh : 'উন্নয়নমূলক কাজে কাটমানি নেন', নারায়ণগড়ে বিডিও অফিস ঘেরাও করে 'নো এন্ট্রি' পোস্টার সাঁটাল তৃণমূল
TMC Allegation : তৃণমূলের অভিযোগ, নারায়ণগড়ের বিডিও কৃশানু রায় ভুয়ো বিল বানিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
অমিত জানা, নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর) : নারায়ণগড়ে বিডিওর (Narayangarh BDO) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা। বিডিও অফিসের দরজায় সেঁটে দেওয়া হল নো এন্ট্রি পোস্টার। অবিলম্বে তাঁর অপসারণ দাবি করেছেন তৃণমূল নেতারা। কাটমানির সরকার চলছে সেই অভিযোগ প্রমাণিত, কটাক্ষ করেছে বিজেপি। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত বিডিওর।
উন্নয়নমূলক কাজের জন্য কাটমানি নেন বিডিও ! এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খোদ তৃণমূল নেতারাই ! বেলদায় নারায়ণগড়ের বিডিও অফিস ঘেরাও করলেন তৃণমূল পরিচালিত নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও কর্মাধ্যক্ষরা। এমনকী অফিসে বিডিও না থাকায় দরজায় সেঁটে দেওয়া হল - নো এন্ট্রি স্টিকার !
তৃণমূলের অভিযোগ, নারায়ণগড়ের বিডিও কৃশানু রায় ভুয়ো বিল বানিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কাছ থেকেও কাটমানি নিচ্ছেন। জেলাশাসককে জানিয়ে কোনও লাভ হয়নি।
অবিলম্বে বিডিওর অপসারণের দাবি তুলেছে তৃণমূল। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা অনাদি বারিক বলেন, নারায়ণগড়ের বিডিও দুর্নীতির সঙ্গে যুক্ত। সরকারি ফান্ড নয়ছয় করছেন। ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করেছেন। উপরমহলে জানিয়ে লাভ হয়নি। ওঁকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে অফিসে ঢুকতে দেব না। ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেন ।
একদিকে যখন BDO-র বিরুদ্ধে এভাবে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে তখন রাজ্যে কাটমানির সরকার চলছে বলে, কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, দুর্নীতিগ্রস্তরা আরেক দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন ভাগ বাঁটোয়ারা বন্ধ হয়েছে বলে এসব করছেন ।
যদিও পাল্টা জবাব দিয়েছেন অনাদি বারিক। তিনি বলেন, বিজেপিই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল। কর্ণাটকে তার ফল পেয়েছে।
এদিকে যাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে, সেই বিডিও-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি।
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিডিও এবং মহকুমাশাসকের সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে দেখবেন।
এদিনই বিডিও-র সঙ্গে কথা বলতে তাঁর অফিসে যান জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। এক দল অপর দলকে নিশানা করে চড়াচ্ছে সুর। এই পরিস্থিতিতে কোনও ইস্যুই হাতছাড়া করতে রাজি নয় কোনও রাজনৈতিক দলই।
আরও পড়ুন ; 'ভগবান বাংলাকে বাঁচান', এগরায় মৃতদেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর, আজই যাচ্ছেন ঘটনাস্থলে