Paschim Medinipur: উল্টে গেল মাছ বোঝাই লরি, মাছ কুড়তে হুড়োহুড়ি স্থানীয়দের
Accident: রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সাস্তানগর এলাকায় দাঁতন বাইপাসে একটি মাছ বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কে দাঁতন বাইপাসে একটি মাছ বোঝাই লরি এদিন পড়ে দুর্ঘটনার কবলে। আর মাছ বোঝাই লরি উল্টে যেতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যএ মাছ ধরার হুড়োহুড়ি পড়ে যায়। এদিন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।
দাঁতনে দুর্ঘটনার কবলে মাছ বোঝাই লরি-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সাস্তানগর এলাকায় দাঁতন বাইপাসে একটি মাছ বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই করে কলকাতার দিকে যাওয়ার সময়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে যায় লরিতে থাকা বিপুল পরিমাণে মাছ। আর সেই মাছ কুড়নোর জন্য হুড়িহুড়ি পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিছু মাছ জমিতে পড়ে থাকে। আর যে যত পারেন বড় বড় মাছ নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। খবর যায় দাঁতন থানায়। পরে দাঁতন থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম হয়েছেন লরির চালক ও খালাসি। লরি থেকে তাঁদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আরও পড়ুন - Accident : মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ফের ট্রলার দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা
অন্যদিকে, রেলকর্মীর সাহসিকতায় প্রাণ বাঁচল এক ব্যক্তির। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা। বালিচক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল হাওড়া (Howrah) থেকে খড়গপুরগামী একটি মালগাড়ি। সেই সময়েই প্রতিদিনের মতো মালগাড়িকে সিগনাল দিতে প্ল্যাটফর্মে এসেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার (H Sathish Kumar)। তখনই তিনি দেখেন ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, তখন হঠাত্ তাঁর চোখে পড়ে ওই লাইনে পড়ে আছেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তি প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছিল মালগাড়ি। কয়েক মুহূর্তের ব্যবধানে যা খুশি ঘটতে পারত। কিন্তু ওই পরিস্থিতি দেখেও মাথা ঠান্ডা রেখেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার। নিজের জীবন বাজি রেখে এক দৌড়ে নেমে গেলেন রেললাইনে। প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনে নেমে যাত্রীকে সরিয়ে নিয়ে যান নিরাপদ দূরত্বে। ওই রেলকর্মীর তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই যাত্রী। রেল সূত্রের খবর, কোনওভাবে পা পিছনে রেল লাইনে পড়ে যেতে পারেন ওই যাত্রী।