Paschim Medinipur: ব্লক কমিটি নিয়ে ফের প্রকাশ্যে দ্বন্দ্ব, দলের নেতার দিকেই আঙুল
TMC: যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের বিবাদ। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ব্লক কমিটি তৈরি করা নিয়ে চন্দ্রকোণায় সামনে এসে পড়ল সমস্য়া। দলেরই ব্লক সভাপতিকে নিশানা করলেন জেলা সম্পাদক ও প্রাক্তন ব্লক সভাপতির। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ব্লক কমিটি ঘোষণা নিয়ে এবার সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। শুক্রবার, তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের সভাপতি মহাদেব মল্লিক। নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে ঘনিষ্ঠদের কমিটিতে জায়গা করে দিয়েছেন, এই অভিযোগ তুলে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন ব্লক সভাপতি। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সম্পাদক সূর্যকান্ত দোলই বলেন, 'ব্লকের অন্যান্য নেতৃত্বদের সাথে আলোচনা না করে মনমতো পছন্দের লোকেদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে দলের পুরানো নেতা কর্মীদের বঞ্চিত করে,নিজে একনায়কতন্ত্র কায়েম করার জন্যই এই ব্লক কমিটি গঠন।'
তৃণমূলের চন্দ্রকোণা (১)-এর প্রাক্তন ব্লক সভাপতি চিত্তরঞ্জন পাল বলেন, 'দলবাজি হয়েছে। এই ব্লক কমিটি নিয়ে আগামী পঞ্চায়েত ভোটে লড়তে গেলে বিরূপ প্রভাব পড়বে দলে।' যাঁর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের সেই ব্লক সভাপতি দাবি করেছেন, নেতৃত্বের অনুমোদন নিয়েই ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে।
চন্দ্রকোণা (১)-এর ব্লক সভাপতি মহাদেব মল্লিক বলেন, 'রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো সকলের সাথে আলোচনা করেই ব্লক কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে পুরানো নেতা কর্মীদের যেমন স্থান দেওয়া হয়েছে তেমনই যারা দলের কাজে অ্যাক্টিভ তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। বিধায়ক থেকে জেলা সভাপতির অনুমোদন নিয়েই করা হয়েছে।' পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'হতে পারে হতাশা আছে কারও, আমাদের কাউকে হতাশ করা উদ্দেশ্য নয়, নিশ্চয় দেখব।'
বিজেপির কটাক্ষ:
গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ কুশারি বলেন, 'যারা চুরি করতে পারবে তাদেরই তৃণমূলে জায়গা হবে,ওদের পুরনো নেতাদের দলে স্থান নেই এখন।'
বুধবার, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা নিয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসে পড়ে। বেনজিরভাবে মাঝপথে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান জেলা তৃণমূলের চেয়ারম্য়ান ও তৃণমূল বিধায়ক। এবার ব্লক কমিটি নিয়ে মালদায় সামনে এসে পড়ল তৃণমূলের বিবাদ।
আরও পড়ুন: ডাক্তার দেখাতে রওনা, পথে ডাম্পারের ধাক্কা গাড়িতে, গলসিতে ভয়াবহ দুর্ঘটনায় হত ২