Pashchim Medinipur: পথ দুর্ঘটনায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, পথ অবরোধ ক্ষুব্ধ এলাকাবাসীদের
Pashchim Medinipur News: বাসিন্দারা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন। রাস্তা কেটে পথ অবরোধ করেন তারা। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষরা।
সোমনাথ দাস, দাসপুর (পশ্চিম মেদিনীপুর): আবারও পথ দুর্ঘটনা। আর তার জেরে প্রাণ হারাতে হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলমিজোর এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম নাতাশা পড়িয়া। আর এই দুর্ঘটনার জেরে উত্তাল এলাকা, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
ঠিক কী ঘটে ওই অঞ্চলে? নাতাশা পড়িয়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। হঠাৎই ইঞ্জিন গাড়ির চাকার তলায় পড়ে মৃত্যু ঘটে তার। আর এই অঘটনের জন্য এলাকাবাসী দায়ী করছে রাস্তার বেহাল অবস্থাকে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলেন তাঁরা।
অঘটনের জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন। রাস্তা কেটে পথ অবরোধ করেন তারা। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষরা। তাদের ক্ষোভ, রাস্তার অবস্থা খারাপ। আর সেই কারণে প্রায় প্রত্যেক দিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীদের দাবি এর আগেও বহুবার এমন দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি। ফলে রাস্তা যাতে সারানো হয় ও দুর্ঘটনা যাতে কমে যায় সেই দাবিতেই পথ অবরোধ করেছেন তারা। এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
আরও পড়ুন: Visvabharati University : আদালতের নির্দেশের পর কেটে গেছে ২৪ ঘণ্টা, এখনও খুলল না বিশ্বভারতীর হস্টেল
আরও একাধিক পথ দুর্ঘটনার খবর সামনে আসছে। দুর্গাপুরের (Durgapur) রাস্তায় দুই ডাম্পারের রেষারেষির কথাও জানা যাচ্ছে। যেখানে দুর্ঘটনা (Accident) থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই কিশোরী। আর তার জেরে তৃণমূল (TMC) নেতার নেতৃত্বে বেহাল রাস্তা সারানোর দাবিতে ঘণ্টা তিনেক ধরে চলল অবরোধ (Agitation)। পুরসভার টোল ট্যাক্স (Municipality Toll Tax Office) অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বনফুল সরণি বেহাল থাকায়, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। মঙ্গলবার রাতে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেলেও রাস্তা সারাইয়ের দাবিতে ধুন্ধুমার বাধে। তৃণমূল নেতার নেতৃত্বে পথ অবরোধ হয়। কর্মীদের দিয়েই টোল ট্যাক্স অফিসে লাগিয়ে দেওয়া হয় তালা।