(Source: ECI/ABP News/ABP Majha)
Pashchim Medinipur: শোওয়ার ঘরে দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার, 'আত্মহত্যা' বলে দাবি ছেলের
Pashchim Medinipur News: ইতিমধ্যে ওই মৃত স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ। এভাবে স্বামী স্ত্রীর একসঙ্গে মৃত্যু বেশ নাড়িয়ে দিয়েছে পাড়া প্রতিবেশীদেরও।
সোমনাথ দাস, দাসপুর (পশ্চিম মেদিনীপুর): দাসপুরে (Daspur) চাঞ্চল্যকর ঘটনা। শোওয়ার ঘরের বিছানায় উদ্ধার হল স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ। আত্মহত্যা (Suicide) না কি খুন (Murder)? ইতিমধ্যেই তদন্ত (Investigation) শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
আজ অর্থাৎ মঙ্গলবার সাত সকালে বাড়ির মধ্যে একসঙ্গে বাবা মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে ছেলে। তাঁর দাবি, বাবা ও মা একসঙ্গে আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের।
আজ বেশ সকালের দিকেই ৫২ বছরের মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী ৪২ বছরের রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোওয়ার ঘরেই। বাবা মায়ের একসঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানাচ্ছেন, সোমবার রাতে বাবা মায়ের সঙ্গে একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলেন তিনি। নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির ছাদ ঢালাই নিয়ে বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হত। কালও সেই নিয়ে কথা কাটাকাটি হয় বলে স্বীকার করেছেন ছেলে। দু'দিন হল তিনি বাড়ি এসেছেন। এমনিতে অরূপ বাবু মুর্শিদাবাদে কাজ করেন।
ইতিমধ্যে ওই মৃত স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ। এভাবে স্বামী স্ত্রীর একসঙ্গে মৃত্যু বেশ নাড়িয়ে দিয়েছে পাড়া প্রতিবেশীদেরও। ছেলে অরূপ মণ্ডল দাবি করছেন, বাবা মা একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে সমস্ত বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দাসপুর পুলিশ।
আরও পড়ুন: Panihati Murder Update: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে আটক আরও ৩
কিছুদিন আগেই, দাসপুরে প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়ে সাংঘাতিক দৃশ্যের সাক্ষী হয় এলাকাবাসী। সেখানে কলোরা গ্রামে কংসাবতী নদের জল থেকে উদ্ধার করা হয় এক মহিলার গলাকাটা মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় কলোরা গ্রামের বেশ কিছু মানুষ সেদিন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আর সেই সময়েই তাঁরা হঠাৎ একটি মৃতদেহ নদীর জলে ভাসতে দেখেন। এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ তাঁরা দাসপুর থানায় খবর দেওয়া হয়।