(Source: ECI/ABP News/ABP Majha)
Todays Petrol Diesel Price: আজ কি বাড়ল জ্বালানির দাম? কলকাতায় কত?
Petrol Diesel Price Today: আজ কলকাতা-সহ দেশের অন্যান্য মহানগরীতে জ্বালানির দাম কত?
কলকাতা: কলকাতা (Kolkata), নয়াদিল্লি (New Delhi), মুম্বই (Mumbai) এবং চেন্নাইজুড়ে (Chennai) পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel) দাম মূলত একই রয়েছে। গত কয়েক মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল। তবে শহরভেদে বিভিন্ন তারতম্যের কারণে দামের ওঠানামা দেখা যায়। মূল্য সংযোজন কর (ভ্যাট), মালবাহী শুল্ক, স্থানীয় কর ইত্যাদির মতো বিভিন্ন মানদণ্ডের উপর নির্ভর করে শহরের জ্বালানির দাম।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম আপডেট করেছে। আজ কলকাতা-সহ দেশের অন্যান্য মহানগরীতে জ্বালানির দাম কত? কোথায় দাঁড়িয়ে পেট্রোল ও ডিজেলের দর? ফের কি জ্বালানির দরে বদল এসেছে? নাকি আম আদমিক কপালে ভাঁজ আজও? এ দিন ফের চেন্নাই, আগ্রা, আজমির, আসাম, বিহার -সহ দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দরে পরিবর্তন এসেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে কমেছে কাঁচা জ্বালানি বা অপরিশোধিত তেলের দাম।
আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। পেট্রোল-ডিজেলের দামের কোনও পরিবর্তন হয়নি।
দিল্লি : আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৬২ টাকা প্রতি লিটার। পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
মুম্বাই : মুম্বাইতে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেল এক লিটারের দাম ৯৪.২৭ টাকা। পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
চেন্নাই : আজ চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.৬৬ টাকা। ডিজেল প্রতি লিটারের দাম ৯৪.২৬ টাকা। পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
যদিও সপ্তাহান্তে কিছুটা উন্নতি হয়েছিল পরিস্থিতি। তাই ভারতের বাজারে আজও পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই নিয়ে শহর কলকাতায় প্রায় ৫০৩ দিন জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন, ক্রমশ চড়ছে পেঁয়াজের দাম, দামের ঝাঁঝে চোখে জল ক্রেতার