PM Modi West Bengal Visit LIVE: আগামীকাল কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রীর
PM Modi West Bengal Visit LIVE Updates: এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির

Background
কলকাতা: লোকসভা ভোটের (Parliament Election) আগে রাজ্য সফরে এসে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এর মধ্যে অন্যতম বিষয় ছিল সন্দেশখালি প্রসঙ্গ। এদিন একাধিকবার এই ইস্যুটি প্রধানমন্ত্রীর মুখে ফিরেছে। এদিকে যখন সন্দেশখালি-সহ দুর্নীতি ইস্যুতে মোদির নিশানায় যখন বারবার এসে পড়ে শাসকদল, ঠিক এই আবহেই মোদির সঙ্গে রাজভবনে সাক্ষাৎ সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিকে রাত পেরোলেই ২ মার্চ, আগামীকাল কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
২ মার্চ সকাল সাড়ে দশটায় সভাস্থলে পৌঁছনোর কথা মোদির।
সাড়ে দশটা থেকে ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
তারপরে সকাল সওয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদির জনসভা রয়েছে কৃষ্ণনগরে।
২ মার্চ ১২টা ৫৫ মিনিটে পানাগড় বিমানবন্দর থেকে বিহারে যাওয়ার কথা রয়েছে মোদির।
PM Modi Live News: শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির
'তৃণমূল শুধু মুখেই মা-মাটি-মানুষের কথা বলে', সন্দেশখালিকাণ্ডে তৃণমূলকে আক্রমণ মোদির। 'সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু ২ মাস ধরে ফেরার ছিল অভিযুক্তরা, কেউ তো আড়াল করছিল। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে পুলিশ', শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদির।
PM Modi Live: 'পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে এখানকারই মানুষ' : মোদি
'নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে বলে অহঙ্কার তৃণমূলের। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে এখানকারই মানুষ।' বললেন প্রধানমন্ত্রী।























