Narendra Modi : কলকাতায় মোদি, রাজনাথ, ডোভাল, ফোর্ট উইলিয়ামে কোন স্ট্র্যাটেজিতে নজর?
PM Modi West Bengal Visit গত ৫ মাসে ৪ বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও কলকাতায় ।

সন্দীপ সরকার, কলকাতা : পুজোর আগে ফের ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদি। আজ ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ৯ টাতেই রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের দিকে রওনা দেন নরেন্দ্র মোদি।
সম্প্রতি গণ অভ্যুত্থানে অশান্ত হয়ে ওঠে নেপাল। পাশাপাশি, হাসিনা সরকারের পতনের একবছর পরেও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এই আবহে ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ৩ সেনা প্রধান এবং প্রতিরক্ষাসচিব-সহ মন্ত্রকের শীর্ষ কর্তারা। এবার কনফারেন্সের থিম রাখা হয়েছে, Year of Reforms – Transforming for the Future. তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি- একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে।
সম্প্রতি গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল। পাশাপাশি, প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা রয়েছে । বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত রয়েছে। তেমনই পূর্বাঞ্চলে নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। প্রতিবেশী দেশে একের পর এক এমন ঘটনা, নিরাপত্তাজনিত দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি ভূ-রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই আবহে, ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপিরও দাবি, সত্তর দশকের পর কোনও প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে পুজোর আগে ফের রাজ্যে আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা, যদিও এবার তিনি কোনও রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না কলকাতায়।
জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফোর্ট উইলিয়ামে থাকবেন। দেড়টার পরে কলকাতা থেকে বিহারের উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদি।
VIDEO | Kolkata: PM Modi (@narendramodi) leaves from Raj Bhavan for Fort William.
— Press Trust of India (@PTI_News) September 15, 2025
PM Modi will inaugurate the three-day Combined Commanders’ Conference (CCC) of the armed forces at the Eastern Command headquarters.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/EGVqOO8w8n






















