(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: কালীঘাটে স্কাইওয়াক চালু কবে ? নববর্ষের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
Mamata At Kalighat Temple: পয়লা বৈশাখের আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন , সঙ্গে স্কাইওয়াক নিয়ে দিলেন সুখবর..
কলকাতা: নববর্ষের আগেই কালীঘাটের স্কাইওয়াক ( Kalighat Sky Walk) নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। মূলত পয়লা বৈশাখের (Poila Baisakh 2024 ) আগে, এদিন সন্ধেয় কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারই সঙ্গে দেন সুখবর।মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'অগাস্ট মাসের মধ্যেই কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষ হয়ে যাবে।'
দক্ষিণেশ্বরের পরে এবার কালীঘাটে স্কাইওয়াক
সাল ২০১৮। দক্ষিণশ্বের মন্দিরের প্রবেশপথে স্কাইওয়াকের উদ্ধোধন করেছিল মমতার সরকার (Mamata Banerjee's Government)। লোকসভা নির্বাচনের আগেই ভক্তরা সেবার পেয়েছিল দিগন্ত ছোঁয়া রাস্তা। আর তার ঠিক পরেপরেই কালীঘাটের স্কাইওয়াকের কাজে হাত দেয় রাজ্য। ইতিমধ্যেই কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষ পর্যায়ে। তবে এতগুলি দিন পার হওয়ার কারণ নিজেই জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় ,' ইচ্ছে করেই ওপেন করিনি। তার কারণ যতক্ষণ স্কাইওয়াকের কাজটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হকাদের নিয়ে এসে বসাতে হবে। পুরো একটা সিস্টেমে আনতে হবে। '
কালীঘাটে স্কাইওয়াক চালু কবে ?
দেখতে দেখতে দোরগড়ায়, আরও একটা লোকসভা ভোট (Lok Sabha Polls 2024)। তার উপর রাত পেরোলেই পয়লাবৈশাখ (Poila Baisakh 2024)। এই দুইয়ের সন্ধিক্ষণেই আজ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভিতর ও বাইরের নির্মাণ কাজ পুরোপুরি সম্পূর্ণ হলেই চালু করে দেওয়া হবে কালীঘাট স্কাইওয়াক। ইতিমধ্যেই কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের দায়িত্ব মুকেশ অম্বানির রিলায়েন্স গ্রুপকে দেওয়া হয়েছে। পাশাপাশি কালীঘাট মন্দিরের প্রায় প্রতিটি কোনায় সংস্কারের কাজ চলছে। এদিন সন্ধ্যায় প্রায় সব কিছু নিজে ঘুরে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী নিজেই। সঙ্গে ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কন্যাও। পাশাপাশি এদিন তিনি নববর্ষের আগে আগাম শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী বলেন,'আমি চাই সকল ধর্মের মানুষ, শান্তিতে ও সম্প্রীতির মধ্যে দিয়ে সব দিনগুলি কাটাক।'
আরও পড়ুন, অর্জুনের সমর্থনে ব্যানার দিতেই BJP-কে কর্মীকে বেধড়ক মার, আক্রান্তকে নেওয়া হল হাসপাতালে..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)