Malda News: তৃণমূল নেতাকে হামলার মূল চক্রী রোহনে খোঁজে পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বছরের শুরুতেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, গ্রেফতার ৩ । তৃণমূল নেতা খুনে মূল চক্রী রোহন নামে একজনের খোঁজে পুলিশ । রোহনের সঙ্গে দুলালের ব্যক্তিগত শত্রুতা, কাজে লাগাল অন্য কেউ? । তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর থেকেই উধাও রোহন
আর জি কর-কাণ্ডে শিল্পীদের বয়কট-বিতর্কে নিয়ে তৃণমূলে ধুন্ধমার। অভিষেকের মন্তব্যকে 'চ্যালেঞ্জ' কুণালের। দলের অন্দরেই 'চ্যালেঞ্জের' মুখের অভিষেকের মন্তব্য! 'আমার অবস্থানে আমি অনড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। ওই সময়ে অভিষেক চিকিৎসার জন্য বাইরে ছিলেন। কোন শিল্পীদের বয়কট করতে হবে, দলের বিভিন্ন গ্রুপে এই মর্মে মেসেজও গেছিল', শিল্পীদের বয়কট-বিতর্কে দাবি কুণাল ঘোষের
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে, আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের। পাসপোর্ট জালিয়াতির চাঁইকে অবিলম্বে গ্রেফতারের দাবি। এদিকে এহেন সময়েই, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য !
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। পুলিশ সূত্রে খবর,'ইতালিতে থাকাকালীন বাংলাদেশে যোগাযোগ ধীরেনের। ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করত ধৃত ধীরেন ঘোষ। ইতালির রেস্তোরাঁয় কয়েকজন বাংলাদেশির সঙ্গে ধীরেনের পরিচয়। ইতালি থেকে কেউ বাংলাদেশ যেতে চাইলে সাহায্য় করত ধীরেন। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ধীরেনের। ভিসারও ব্যবস্থা করে দিত ধৃত ধীরেন ঘোষ। ২০১৭ সালে ভারতে ফিরে মনোজ ও সমরেশের সঙ্গে ধীরেনের পরিচয়। মনোজ ও সমরেশের সঙ্গে পরিচয়ের পরই এজেন্ট হিসেবে কাজ শুরু ধীরেনের।'